ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

কলাপাড়ায় থামছে না খাল ও বাঁধ দখল

প্রকাশিত: ০৪:৩২, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

কলাপাড়ায় থামছে না খাল ও বাঁধ দখল

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৩ ফেব্রুয়ারি ॥ কোনক্রমেই থামছে না খালসহ বেড়িবাঁধের স্লোপ দখলের তান্ডব। এখন আরসিসির ঢালাই করে বহুতল পাকা ভবন তোলা হচ্ছে। প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে বাবলাতলা বাজার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের স্লোপসহ খাল দখল করে স্থাপনা তোলার যেন প্রতিযোগিতা চলছে। অন্তত ৩০টি পাকা বহুতল স্থাপনা ইতোমধ্যে তোলা হয়েছে। এখনও এই প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এমনকি দখলদারদের ছোবল থেকে স্লুইস গেটের উইংওয়াল পর্যন্ত রক্ষা পায়নি। ফলে একদিকে খাল দখলের পাশাপাশি রাস্তা প্রশস্তকরণ কাজ চরমভাবে ব্যাহত হবে। পাউবোর অধিগ্রহণ করা বেড়িবাঁধ দখল হয়ে যাচ্ছে। বাঁধসড়ক সংস্কার চরমভাবে ব্যাহত হবে। দখলদারদের দৌরাত্ম দেখলে মনে হয় দৃশ্যমান কোন নিয়ন্ত্রণ নেই পানি উন্নয়ন বোর্ডের। কারণ বাঁধের স্লোপ কেটে গভীর করে আরসিসির ঢালাই করে এসব বহুতল স্থাপনা তোলার কাজ চলছে। পানি উন্নয়ন বোর্ডের কলাপাড়াস্থ নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল খায়ের জানান, সরেজমিন তালিকা করে উচ্ছেদ অভিযান চালানো হবে।
×