ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইসিসিতে মিয়ানমার সেনাপ্রধানের বিচার দাবি করে শতাধিক ব্রিটিশ এমপির চিঠি

প্রকাশিত: ০৮:১৭, ২২ ফেব্রুয়ারি ২০১৮

আইসিসিতে মিয়ানমার সেনাপ্রধানের বিচার দাবি করে শতাধিক ব্রিটিশ এমপির চিঠি

কূটনৈতিক রিপোর্টার ॥ মিয়ামারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা নির্যাতনের জন্য দেশটির সামরিক বাহিনীর প্রধান মিন আং হ্লাইংয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ব্যবস্থা নেয়ার জন্য যুক্তরাজ্যের শতাধিক এমপি পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনের প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী এক টুইট বার্তায় এ তথ্য জানান। যুক্তরাজ্যের এমপিদের পাঠানো চিঠিতে রোহিঙ্গাদের ওপর সংঘটিত মানবতাবিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে মিন আং হ্লাইংয়ের বিচার করার জন্য ব্রিটিশ সরকারকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পদক্ষেপ নেয়ার জন্য বলা হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, রোহিঙ্গাদের ওপর নির্যাতন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৬ লাখ ৮৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। মেডিসিন স্যানস ফ্রন্টিয়ারকে উদ্ধৃত করে বলা হয়, গত বছর একমাসে ৭ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। এরমধ্যে ৭৩০ জন শিশু রয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, অসংখ্য প্রমাণ থাকার পরও মিয়ানমার সরকার ও সামরিক বাহিনী মানবতাবিরোধী অপরাধের কথা অস্বীকার করে আসছে। এছাড়া রোহিঙ্গাদের বিরুদ্ধে যেসব আইন আছে, তার কোনটিই পরিবর্তন করা হয়নি। এতে আরও বলা হয়েছে, গত দুই বছর আগে ক্ষমতায় আসা বর্তমান মিয়ানমার সরকার রোহিঙ্গাদের অবস্থা উন্নয়নের জন্য কোন পদক্ষেপ নেয়নি। এ ঘটনায় মিয়ানমারের সামরিক বাহিনীর প্রধান মিন আং হ্লাইংয়ের বিরুদ্ধে কোন পদক্ষেপ না নেয়ার ঘটনা তাকে আরও বেশি সাহসী করে তুলছে। ব্রিটিশ এমপিরা তাদের চিঠিতে বলেছেন, নিরাপত্তা পরিষদে মিয়ানমারের বিরুদ্ধে কোন ধরনের প্রস্তাব দিলে চীন ও রাশিয়া তার বিরোধিতা করবে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত হবে এই দু’টি দেশকে বোঝানো, যেন তারা নিজেদের অবস্থান পরিবর্তন করে।
×