ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দ্রুত বিচার সংশোধন বিলে রাষ্ট্রপতির সম্মতি

প্রকাশিত: ০৪:৩৬, ২১ ফেব্রুয়ারি ২০১৮

দ্রুত বিচার সংশোধন বিলে রাষ্ট্রপতির সম্মতি

সংসদ রিপোর্টার ॥ বহুল আলোচিত আইনশৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রুত বিচার) সংশোধন বিলে সম্মতি জানিয়ে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ। এর মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হলো। সংশোধিত আকারে পাস হওয়া আইনে শাস্তির মেয়াদ ৫ বছর থেকে বাড়িয়ে ৭ বছর করা হয়েছে। এছাড়াও সংসদে পাস হওয়া কবি নজরুল ইনস্টিটিউট বিলে সম্মতি জানিয়ে স্বাক্ষর দিয়েছেন রাষ্ট্রপতি। গত ১১ ফেব্রুয়ারি সংশোধিত আকারে সংসদে পাস হওয়া দ্রুত বিচার আইনে বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত একজন ‘প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট’ নিয়োগের ক্ষমতাও দেয়া হয়েছে। আইনে ২০০২ সালের এ সংক্রান্ত আইনের ৪(১) ধারা সংশোধন করে শাস্তির মেয়াদ বাড়ানো হয়। ওই ধারায় ‘আইনশৃঙ্খলা বিঘœকারী অপরাধ’র জন্য এতদিন সর্বনিম্ন দুই বছর এবং সর্বোচ্চ পাঁচ বছর সশ্রম কারাদণ্ডের পাশাপাশি অর্থদ-ের বিধান ছিল।
×