ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাকার তাজমহল রোড খেলার মাঠ ও পার্কের আধুনিকায়ন কাজের উদ্বোধন ডিএনসিসির

প্রকাশিত: ০৪:৩৫, ২১ ফেব্রুয়ারি ২০১৮

ঢাকার তাজমহল রোড খেলার মাঠ ও পার্কের আধুনিকায়ন কাজের উদ্বোধন ডিএনসিসির

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোড খেলার মাঠ ও তাজমহল পার্কের আধুনিকায়ন কাজের উদ্বোধন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার সেবাদানকারী এ সংস্থাটির প্যানেল মেয়র মোঃ ওসমান গণি এ আধুনিকায়ন কাজের উদ্বোধন করেন। এর মাধ্যমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উন্মুক্ত স্থানসমূহের আধুনিকায়ন, উন্নয়ন ও সবুজায়ন’ প্রকল্পের অধীনে এ খেলার মাঠ ও পার্কের আধুনিকায়ন কাজ শুরু করা হলো। প্রকল্পের আওতায় ডিএনসিসির ২৬টি পার্ক ও খেলার মাঠ উন্নয়ন ও আধুনিকায়ন করা হবে। ১ কোটি ৪৩ লাখ ২৯ হাজার টাকা ব্যয়ে তাজমহল রোড খেলার মাঠটি আধুনিকায়নের কাজ চলতি বছরের সেপ্টেম্বর মাসে শেষ হবে এবং ৩ কোটি ৬৭ লাখ ৩৩ হাজার টাকা ব্যয়ে তাজমহল পার্ক আধুনিকায়নের কাজ চলতি বছরের নবেম্বর মাসে শেষ হবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংস্থাটির সচিব (অতিরিক্ত সচিব) দুলাল কৃষ্ণ সাহা, ওয়ার্ড কাউন্সিলর মোঃ নূরুল ইসলাম রতন এবং ডিএনসিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×