ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজধানীর ডেমরা থেকে এবিটির দুই সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০৪:৪৫, ২০ ফেব্রুয়ারি ২০১৮

রাজধানীর ডেমরা থেকে এবিটির দুই সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ডেমরায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) মিডিয়া উইংয়ের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ ইয়ামিন মিয়া ওরফে জাভেদ ওরফে রায়হান (২৪) ও মোঃ ইনামুল হক সাইফুল্লাহ ওরফে নিয়াজ (২৭)। এ সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, তিনটি মোবাইল সেট ও বই উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের জনসংযোগ কর্মকর্তা ডিসি মাসুদুর রহমান সাংবাদিকদের জানান, রবিবার রাতে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার বালুর মাঠ থেকে দুই জঙ্গীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশকে জানায়, তারা এবিটির মিডিয়া উইংয়ের সক্রিয় সদস্য। তারা আনসারুল্লাহ বাংলা টিম কর্তৃক পরিচালিত ‘তাওহিদ মিডিয়া’, ‘সত্যকথন’, ‘সত্যকণ্ঠ’, ‘জঙ্গীর সঙ্গে কথোপকথন’, ‘বালাকোট মিডিয়া’ সহ জঙ্গীদের অন্যান্য মিডিয়ার জন্য অনুবাদ, ভিডিও এডিটিং, সাবটাইটেল যোগকরাসহ অনলাইন রিক্রুটিংয়ের কাজ করতেন। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, তিনটি মোবাইল সেট ও বই উদ্ধার করা হয়েছে।
×