ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জাহাঙ্গীরনগর ভার্সিটি

ভিসি পদ নিয়ে আওয়ামীপন্থী শিক্ষকরা বিভক্ত

প্রকাশিত: ০৪:৪৪, ২০ ফেব্রুয়ারি ২০১৮

ভিসি পদ নিয়ে আওয়ামীপন্থী শিক্ষকরা বিভক্ত

জাবি সংবাদদাতা ॥ উপাচার্য প্যানেল নির্বাচন ঘোষণার দাবিকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আওয়ামীপন্থী শিক্ষকদের মধ্যে বিভেদ দেখা দিয়েছে। ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ এর ব্যানারে এতদিন আওয়ামীপন্থী শিক্ষকরা একত্রে থাকলেও গত জানুয়ারি থেকে উপাচার্য প্যানেল নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের নেতৃত্বে থাকা আওয়ামীপন্থী শিক্ষকদের একটি অংশ। শহীদ মিনারে চার স্তরের নিরাপত্তা স্টাফ রিপোর্টার ॥ ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসে (২১ ফেব্রুয়ারি) জননিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় চার স্তরের নিরাপত্তা বলয় থাকবে। এর চারপাশে এলাকায় হকার ও ভাসমান দোকান বসতে দেয়া হবে না। সোমবার বেলা সাড়ে ১১টায় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া জানান, ২০ তারিখ অর্থাৎ মঙ্গলবারের মধ্যে বর্তমানে যেসব ভাসমান দোকান রয়েছে সেগুলো উচ্ছেদ করা হবে। ২১ ফেব্রুয়ারির দিন শহীদ মিনার ও এর চারপাশের এলাকায় চার স্তরের নিরাপত্তা নেয়া হয়েছে। তিনি জানান, শহীদ মিনার ও এর চারপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। শহীদ মিনারের পাশে একটি অস্থায়ী কন্ট্রোল রুম করে ক্যামেরার ফুটেজগুলো রিয়েল টাইম মনিটরিং (তাৎক্ষণিক নজরদারি) করা হবে। আগের দিন পুরো এলাকা ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হবে। পোশাকের পাশাপাশি সাদা পোশাকের পুলিশের সদস্যরা নিরাপত্তা দেবে।
×