ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ব্যবসায়ীর কাছ থেকে লক্ষ টাকা ছিনতাই

প্রকাশিত: ১৭:২৪, ৩১ জানুয়ারি ২০১৮

রাজধানীতে ব্যবসায়ীর কাছ থেকে লক্ষ টাকা ছিনতাই

অনলাইন ডেস্ক ॥ পুরান ঢাকার বংশাল এলাকা থেকে মঙ্গলবার বিকালে পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীকে মাইক্রোবাসে তুলে লক্ষাধিক টাকা নিয়ে ছুরিকাঘাত করে ফেলে রাখার অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় বিল্লাল হোসেন (২৩) নামে ওই ব্যবসায়ীকে লালবাগ সেকশন বেড়ি বাঁধ এলাকা থেকে উদ্ধার করে স্থানীয়রা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বিল্লাল বংশালে টিন শিটের ব্যবসা করেন। তার বাসা যাত্রাবাড়ীর মীরহাজিরবাগে। ব্যবসায়ী ও তার স্বজনের সঙ্গে কথা বলে হাসপাতাল পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, উত্তরা ব্যাংকের নয়াবাজার শাখা থেকে এক লাখ টাকা তুলে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে হেঁটে যাওয়ার সময় বংশাল থানার কাছে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাস থেকে কয়েকজন নেমে বিল্লালকে আটকায়। ‘তারা নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে গ্রেফতারি পরোয়ানা আছে বলে তুলে নেয়। পরে চলন্ত অবস্থায় তাকে মারধর করে এবং কাছে থাকা এক লাখ টাকাভর্তি ব্যাগটি নিয়ে বেড়ি বাঁধের কাছে ফেলে দিয়ে চলে যায়।’ বাচ্চু মিয়া জানান, বিল্লালের অবস্থা শঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
×