ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফের হেরে প্রাথমিক রাউন্ড থেকেই বাদ সাইফ স্পোর্টিং

প্রকাশিত: ০৮:৩২, ৩১ জানুয়ারি ২০১৮

ফের হেরে প্রাথমিক রাউন্ড থেকেই বাদ সাইফ স্পোর্টিং

স্পোর্টস রিপোর্টার ॥ সপ্তাহখানেক আগে দেশের মাটিতেই মালদ্বীপের ক্লাব টিসি স্পোর্টস ক্লাবের কাছে ১-০ গোলে হেরেছিল সাইফ স্পোর্টিং ক্লাব। মঙ্গলবার রাতে মালদ্বীপের রাজধানী মালের রাসমে ধান্দু ফুটবল স্টেডিয়ামে এবার দ্বিতীয় লেগে সাইফ স্পোর্টিং হেরেছে ৩-১ গোলের বড় ব্যবধানে। হ্যাটট্রিক করেন স্বাগতিক ক্লাবের আনাতোলি ভøাসিশেভ। ফলে এএফসি কাপের প্রাথমিক রাউন্ড থেকেই বিদায় নিল প্রথমবার এ প্রতিযোগিতায় খেলা সাইফ স্পোর্টিং। দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে জিতে পরবর্তী রাউন্ডে পা রাখল মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব। দ্বিতীয় লেগের ২৩ মিনিটেই ভøালিশেভের গোলে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে সাইফ স্পোর্টিং। তবে ৩৩ মিনিটে কিংসলে চিগোজির গোলে সমতা আনতে সক্ষম হয় তারা। প্লে-অফে ওঠার জন্য ২-১ গোলে জিততে হবে এমন সমীকরণ ছিল সাইফ স্পোর্টিংয়ের। কিন্তু ঘরের মাটিতে বাংলাদেশের এই ক্লাবটিকে দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল হজম করায় টিসি স্পোর্টস। ৮৪ ও ৮৯ মিনিটে আনাতোলি ভøাসিশেভ আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূরণ করেন। ফলে ৩-১ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত হয় সাইফ স্পোর্টিং। ফলে মূল পর্বে ওঠার প্লে-অফ খেলা নিশ্চিত করলো মালদ্বীপের ক্লাব টিসি স্পোর্টস। উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা এএফসি কাপের প্রাথমিক রাউন্ডের প্রথম লেগে ১-০ গোলে হারায় সাইফ স্পোর্টিংকে।
×