ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রথম ব্যাটারিচালিত বিমান

প্রকাশিত: ০৫:৫৫, ৩১ জানুয়ারি ২০১৮

প্রথম ব্যাটারিচালিত বিমান

নীরবে-নিভৃতেই নতুন বছর অস্ট্রেলিয়ার আকাশে উড়ল বিশ্বের প্রথম ব্যাটারিচালিত বিমান। সিঙ্গেল প্রপেলারের হালকা বিমানটি আকাশে উড়ার জন্য শক্তি পাবে লিথিয়াম আয়নের দুটি রিচার্জেবল ইলেক্ট্রিক ব্যাটারি থেকে। এই ব্যাটারি দুটির সাহায্যে ছোট্ট দুই সিটের এ বিমানটি আকাশে থাকতে পারবে এক ঘণ্টা। প্রতি ঘণ্টায় আকাশে উড়তে খরচ হবে মাত্র তিন ডলার। এছাড়া জরুরী অবস্থায় ব্যাক আপ হিসেবে যেন আরও ৩০ মিনিট এটি উড়তে পারে সে ব্যবস্থাও আছে। লিথিয়াম আয়নের এই দুটি রিচার্জেবল ব্যাটারি দিয়ে বিমানটি এক হাজারবার উড্ডয়ন-অবতোরন করতে পারবে। মাত্র এক ঘণ্টায় রিচার্জেবল ব্যাটারি দুটি যে কোন সময় খুলে ফেলে নতুন ব্যাটারি প্রতিস্থাপন করা যাবে। সেøাভেনিয়ার পিপিস্ট্রেল নামের একটি প্রতিষ্ঠান আলোচিত বিমানটির মূল নির্মাতা হলেও এর উন্নয়নে তাদের সহযোগী হিসেবে কাজ করছে ইলেক্ট্রো এরো নামে অস্ট্রেলিয়ার অপর একটি বিমান সংস্থা।
×