ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১৮:২৩, ৩০ জানুয়ারি ২০১৮

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক ॥ বেশ কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে দেশের উত্তর-পূর্বের বিভাগীয় শহর সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকাল ১০টা ৩৮ মিনিটে সিলেট ওসমানী বিমানবন্দর পৌঁছান প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা। বরাবরের মত প্রধানমন্ত্রী তার সিলেট সফরের শুরুতেই হজরত শাহজালাল (র.), হজরত শাহপরাণ (র.) এবং হজরত গাজী বুরহান উদ্দিনের (র.) মাজার জিয়ারত করবেন। দুপুরে সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের একটি জনসভায় ভাষণ দেবেন তিনি। মাজার জিয়ারত শেষে সিলেট সার্কিট হাউজে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে নামাজ ও মধ্যাহ্ন বিরতির পর আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের জনসভাস্থলে যাবেন। সেখানেই ২০টি প্রকল্পের উদ্বোধন ও ১৮টি প্রকল্পের ভিত্তিফলক উন্মোচন করবেন। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে সিলেট। পুরো শহর ব্যানার, পোস্টার, ফেস্টুন, বিলবোর্ড আর তোরণে ভরে গেছে। এদিকে প্রধানমন্ত্রীর সিলেট সফরকে সামনে রেখে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। সিলেট মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
×