ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তালতলীতে এক রাতে চার বাড়ীতে ডাকাতি!

প্রকাশিত: ০০:১৩, ২৮ জানুয়ারি ২০১৮

তালতলীতে এক রাতে চার বাড়ীতে ডাকাতি!

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা ॥ বরগুনার তালতলী উপজেলার পচাঁকোড়ালিয়া স্লুইজ বাজার সংলগ্ন গ্রামে শনিবার দিবাগত রাতে একই রাতে চার বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, উপজেলার পচাঁকোড়ালিয়া স্লুইজ বাজার সংলগ্ন গ্রামে শনিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে মুখোশ পরিহিত সঙ্গবদ্ধ ডাকাত দল একই সময়ে মালেক গাজী, দুলাল শিকদার , দিপেন শিকদার ও মালায়েশিয়া প্রবাসী রফিকুল ইসলাম হাওলাদারের ঘরের ফটক ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এ সময় ঘরের সকল লোকজন মারধর করে বেঁধে ফেলে। পরে মালেক গাজীর ঘরে থাকা নগদ ৪৫ হাজার টাকা, স্বর্নাংকার, দুলালের ২২ হাজার টাকা, দিপেনের দু’টি স্বর্নে আংটি ও রফিকুল ইসলাম হাওলাদারের ২৪ হাজার ৫০০ টাকা ও এক ভরি স্বর্নালংকার নিয়ে গেছে। রবিবার সকালে তালতলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মালেক গাজী জানান, রাত পৌনে তিনটার দিকে ডাকাত দল আমার ঘরের দরজায় এসে লাথি মেরে দরজা ভেঙ্গে ফেলে। পরে মুখোশ পরা ডাকাত দল ঘরে ঢুকে সকলকে বেঁধে নগদ ৪৫ হাজার টাকা ও এক ভরি স্বর্নালংকার নিয়ে যায়। তিনি আরো জানান, ডাকাতি শেষে ডাকাত দল মোবাইল ফোনে অন্য ডাকাত দলকে কাজ শেষ হয়েছে কিনা জিজ্ঞাসা করে বের হয়ে যায়। দুলাল শিকদার জানান, ঘরের দরজা ভেঙ্গে সকলকে বেধে ২২ হাজার টাকা নিয়ে গেছে। তালতলী থানার ওসি (তদন্ত) গাজী ফজলুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তালতলী থানার ওসি পূলক চন্দ্র রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
×