ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সূচকের বড় পতনে লেনদেন চলছে শেয়ারবাজারে

প্রকাশিত: ২০:০৩, ২৮ জানুয়ারি ২০১৮

সূচকের বড় পতনে লেনদেন চলছে শেয়ারবাজারে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রায় ৮২ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন বেলা ১১টা ৫২ মিনিট পর্যন্ত ডিএসইতে ১৪৫ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩০২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৫টির, কমেছে ২৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৪৬ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৪১২ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৭৬ পয়েন্টে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ১৭ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ১৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৯৮৬ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির।
×