ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যাটারি রিক্সা বন্ধে কঠোর হচ্ছে যশোর পৌরসভা

প্রকাশিত: ০৬:২৩, ২৮ জানুয়ারি ২০১৮

ব্যাটারি রিক্সা বন্ধে কঠোর হচ্ছে যশোর পৌরসভা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ শহরের যানজট ও দুর্ঘটনার ‘প্রধান কারণ’ ব্যাটারি চালিত রিক্সা যশোর পৌর এলাকায় চলতে দেয়া হবে না। এর আগে বহুবার এমন ঘোষণা, ধরপাকড়ের পর এবার কঠোর অবস্থানে যাচ্ছে পৌরসভা। এই পদক্ষেপকে সাধুবাদ জানালেও বিভিন্ন শ্রেণী—পেশার মানুষের মধ্যে ভিন্নমত দেখা গিয়েছে। তাদের মতে, ‘ব্যাটারি চালিত অটোরিক্সা তৈরির কারখানাগুলোকে বন্ধ করা না গেলে পূর্বের পদক্ষেপের মতো এবারও এ কাজে সফলতা আসবে না, হয়রানি হবে গরিব চালকদের।’ ব্যাটারি চালিত অটোরিক্সার কারণে দুর্ঘটনা ও যানজটমুক্ত রাখতে মাঠে নামছে যশোর পৌরসভা। এসব রিক্সার কোনো অনুমোদন নেই। আইনগত অবৈধ অটোরিক্সাগুলো দ্রুতগতিতে চলে। ফলে বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হন শহরের যানবাহনযাত্রী ও পথচারীরা। কখনও কখনও গতির নিয়ন্ত্রণ না রাখতে পেরে উল্টে দুর্ঘটনা ঘটতেও দেখা গিয়েছে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, বয়ষ্ক শহরবাসীরা বেশি আক্রান্ত হয়েছেন। তাছাড়া ব্যাটারিচালিত রিক্সার কারণে শহরজুড়ে যানজট বাড়ছে। ফলে খুব তাড়াতাড়ি মাঠে নামছে পৌরসভার ভ্রাম্যমাণ টিম। পৌর সচিব আব্দুল্লাহ আল মাসুম জানান, গত মঙ্গলবার থেকে মাইকিং করে পৌর এলাকায় ব্যাটারি চালিত অটোরিক্সা না চালানোর নির্দেশ দেয়া হয়েছে। খুব তাড়াতাড়ি আমরা মাঠে নামছি।
×