ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিলেটে আওয়ামী লীগের সভায় সংঘর্ষ ॥ আহত ২০

প্রকাশিত: ০৬:২১, ২৮ জানুয়ারি ২০১৮

সিলেটে আওয়ামী লীগের সভায় সংঘর্ষ ॥ আহত ২০

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ দক্ষিণ সুরমার চ-িপুলে আওয়ামী লীগের সভায় বক্তব্য প্রদানকারীদের ধারাবাহিকতা নিয়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে পুলিশসহ উভয়পক্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় মোগলাবাজার ইউনিয়ন চেয়ারম্যান ফখরুল ইসলাম শাইস্তার গাড়ি এবং কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬০ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। জানা যায়, আগামী ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রীর সিলেট আগমনকে সামনে রেখে শুক্রবার রাতে স্থানীয় শুভেচ্ছা কমিউনিটি সেন্টারে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভার আয়োজন করা হয়। সভায় যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব গ্রুপের এক কর্মী অনুষ্ঠান পরিচালনা করছিলেন। এ সময় তিনি তার গ্রুপের একাধিক নেতাকর্মীকে বক্তব্য দেয়ার সুযোগ দিলেও এমপি কয়েস গ্রুপের নেতাকর্মীদের তেমন সুযোগ না দেয়ায় দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস ও যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুই দফা সংঘর্ষে পুলিশের দুই সদস্যসহ ২০ জন আহত হন। গভীর রাত পর্যন্ত দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলে। দায়িত্বশীল নেতাদের মধ্যস্থতায় পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এদিকে, রাত সাড়ে ১১টায় মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম শাইস্তার পক্ষের লোকজন সিলেট- ফেঞ্চুগঞ্জ সড়কের নৈখাই এলাকায় সড়ক অবরোধ সৃষ্টি করেন। এ কারণে এ সড়ক দিয়ে কয়েকঘণ্টা যান চলাচল বিঘিœত হয়।
×