ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নীলফামারীতে ব্যাংক কর্মকর্তাদের কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৬:০৬, ২৮ জানুয়ারি ২০১৮

নীলফামারীতে ব্যাংক কর্মকর্তাদের কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারীর উত্তরা ইপিজেডের ডিয়াজ হোটেলের সম্মেলন কক্ষে দেশের বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাদের অংশগ্রহণে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সহায়তায় ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের আয়োজনে ‘প্রিভেনটিভ অব মানি লন্ডারিং এ্যান্ড কম্ব্যাটিং ফাইন্যান্সিং অব টেররিজম’ শিরোনামে শনিবার সকালে কর্মশালার প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ এর ডেপুটি হেড মুহাম্মদ মিজানুর রহমান জোদ্দার কর্মশালার উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি বলেন, মানি লন্ডারিং প্রতিরোধে ব্যাংক কর্মকর্তাদের আরও বেশি সতর্ক হতে হবে। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও ট্রেনিং এ্যান্ড রিসার্স ইনস্টিটিউটের প্রিন্সিপাল নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএফআইইউ এর উপ-পরিচালক রোকন-উজ-জামান, মোহাম্মদ ইসমাইল প্রধান, উপ-মহাব্যবস্থাপক রোকানুজ্জামান। ৬ মাসে ৯২ হাজার কোটি টাকা রাজস্ব আদায় অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে ৯২ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করেছে এনবিআর। যেখানে আগের বছরের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ১৫ শতাংশ। তবে লক্ষ্যমাত্রার চেয়ে আদায় কম হয়েছে ১২ হাজার কোটি টাকা। সম্প্রতি কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনি বলেন, রাজস্ব আদায় বাড়াতে বাড়তি কোন চাপ বা হয়রানি নয় বরং ব্যবসা বৃদ্ধি, সরকারী বেসরকারী বকেয়া আদায়সহ নেয়া হচ্ছে একগুচ্ছ পদক্ষেপ নেয়া হয়েছে।
×