ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

শেরপুরে নারীর খন্ডিত লাশ উদ্ধার, গ্রেফতার ৩

প্রকাশিত: ০২:২৮, ২৭ জানুয়ারি ২০১৮

শেরপুরে নারীর খন্ডিত লাশ উদ্ধার, গ্রেফতার ৩

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ নারীর খন্ডিত দেহ ও মাথা উদ্ধারের ঘটনায় নালিতাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। নালিতাবাড়ীর রাজনগর ইউনিয়নের চাঁদগাও গ্রামের আব্দুল খালেকের ছেলে মাসুদ, তার মামা মোতালেব ও তাদের পরিবারের ১০ জনকে আসামী করে নিহতের মা জেলেহা বেগম বাদী হয়ে শুক্রবার রাতে ওই হত্যা মামলাটি দায়ের করেন। পুলিশ ওই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে এজাহারভুক্ত আসামী চাঁদগাও গ্রামের মজিবর রহমানের স্ত্রী আবেদা খাতুন, নূর ইসমাইলের স্ত্রী মিনারা বেগম এবং আব্দুল মোতালেবের মেয়ে রওশন আরা। এদিকে শনিবার দুপুরে জেলা সদর হাসপাতাল মর্গে নিহতের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে লাশের খন্ডিত হাত এবং পা-এর কোন সন্ধান অদ্যাবধি মেলেনি।
×