ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ ॥ আহত ১৫

প্রকাশিত: ০৭:২২, ২৭ জানুয়ারি ২০১৮

ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ ॥ আহত ১৫

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৬ জানুয়ারি ॥ ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১৫জন আহত হয়েছেন। পুলিশ শটগানের ২৫টি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে তুজারপুর ইউনিয়নের জান্দী গ্রামে জামাল মাতুব্বর পক্ষ ও ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক আসলাম খাঁ পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, ওই গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জামাল মাতুব্বর ও আসলাম খাঁ’র মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার বিকেলে ওই ইউনিয়নের পোদ্দার বাজার এলাকার রাস্তায় মাটির ট্রাক ও টেম্পুর সাইড দেয়া নিয়ে আসলাম খাঁ গ্রুপের টেম্পু চালক রাজুর সঙ্গে জামাল মাতুব্বর গ্রুপের ওদুদের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। শুক্রবার সকালে এ ব্যাপারে এক সালিশ বৈঠকে বসা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। উভয়পক্ষ সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র ঢাল, সড়কি, টেটা, কাতরা ও ইট নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষে উভয়পক্ষের কয়েক শ’ লোক অংশ নেয়। এ সময় জান্দী গ্রামের ওয়াদুদ খাঁর বাড়ি ও জান্দী বাজারের আবু মিয়ার দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের ১৫জন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর ৫জনকে ভাঙ্গা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে ভাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২৫ রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
×