ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাঙ্গামাটিতে দুই তরুণী ধর্ষিত ॥ দিশাহারা পরিবার

প্রকাশিত: ০৬:৩০, ২৫ জানুয়ারি ২০১৮

রাঙ্গামাটিতে দুই তরুণী ধর্ষিত ॥ দিশাহারা পরিবার

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ২৪ জানুয়ারি ॥ জেলার বিলাইছড়ি উপজেলার ফারোয়া ইউনিয়নের অরাছড়ি গ্রামে সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা দুই তরুণীকে ধর্ষণ করার ঘটনায় পরিবারে পক্ষ থেকে বুধবার দুপুরে রাঙ্গামাটি প্রেসক্লাবে এক সংবাদ সন্মেলন করা হয়। ধর্ষিতাদ্বয়ের পিতা জানান, তারা একটি চক্রের খপ্পরে পড়ে দিশাহারা হয়ে পড়েছে। হতদরিদ্র এই পরিবার ধর্ষণের বিষয়ে কার কাছে বিচার চাইবে তা কিছুই বলতে পারছে না বলে জানান। তাদের ধর্ষিত দুইসন্তান রাঙ্গামাটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনার সঙ্গে কারা জড়িত তা নিরেপক্ষ তদন্ত হওয়ার দরকার। এই বিষয়ে রাঙ্গামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসকের সঙ্গে কথা বললে তিনি বিলাই ছড়ির দুই তরুণী চিকিৎসাধীন আছে বলে জানান। এক শ’ একর জমিতে বোরো আবাদ অনিশ্চিত সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ২৪ জানুয়ারি ॥ নাইল উপজেলায় মুশুলী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে বিএডিসি পরিচালিত ৬৮ নং গভীর নলকূপটি পরিচালনা নিয়ে দুই পক্ষের মাঝে গোলযোগ চলছে। ফলে এই এলাকায় চলতি বছর ১শ একর জমিতে বোরো ধান আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। জানা যায়, বিএডিসি নান্দাইল অফিস উক্ত গভীর নলকূপ পরিচালনা করা নিয়ে স্থানীয় দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছে। এই বিবাদের কারণে কৃষক চলতি মৌসুমে বোরো ধান আবাদ করতে পারছে না। নান্দাইল উপজেলা সেচ কমিটির সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপন জানান, বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ডাক বাংলায় দরবার করে উভয় পক্ষের সঙ্গে কথা বলে মীমাংসা করেছিলেন।
×