ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্বপ্নের লোকসানে মুনাফায় ভাটা এসিআইয়ের

প্রকাশিত: ০৪:২৮, ৮ জানুয়ারি ২০১৮

স্বপ্নের লোকসানে মুনাফায় ভাটা এসিআইয়ের

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত এসিআইয়ের মুনাফার চেয়ে কোম্পানিটির সাবসিডিয়ারি (অধীনস্থ) স্বপ্ন ব্র্যান্ডের এসিআই লজিস্টিকসের লোকসানের পরিমাণ বেশি। একইসঙ্গে এসিআইয়ের ১৪টি অধীনস্থ কোম্পানির নীট লোকসানের পরিমাণ বেশি। যাতে অধীনস্থ কোম্পানির সংখ্যা অনেক হলেও সেখান থেকে কোন সুফল আসছে না। বরং এসিআইয়ের মুনাফায় নেতিবাচক প্রভাব পড়ছে। এসিআইয়ের ২০১৬-১৭ অর্থবছরের আর্থিক হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে। এসিআইয়ের ১৪টি অধীনস্থ (সাবসিডিয়ারি) কোম্পানি রয়েছে। এগুলো হচ্ছে-এসিআই ফরমুলেশন, এসিআই সল্ট, এসিআই ফুডস, এসিআই পিউর ফ্লাওয়ার, এসিআই এ্যাগ্রোলিঙ্ক, ক্রিয়েটিভ কমিউনিকেশন, এসিআই মটরস, প্রিমিয়াফ্রেক্স প্লাস্টিক, এসিআই লজিস্টিক (স্বপ্ন), এসিআই হেলথকেয়ার, এসিআই এডিবল ওয়েল, এসিআই কেমিক্যাল, ইনফোলিটক্স বাংলাদেশ ও এসিআই বায়োটেক। এই কোম্পানিগুলোতে ১৩৭ কোটি ৭৮ লাখ টাকা বিনিয়োগ রয়েছে। অধীনস্থ কোম্পানিগুলোর মধ্যে এসিআই ফরমুলেশনে এসিআইয়ের ৫৩.৪৮ শতাংশ মালিকানা রয়েছে। এছাড়া এসিআই সল্টে ৭৭.৬৭ শতাংশ, এসিআই ফুডে ৯৫ শতাংশ, এসিআই পিউর ফ্লাওয়ারে ৯৫ শতাংশ, এসিআই এ্যাগ্রোলিঙ্কে ৯০ শতাংশ, ক্রিয়েটিভ কমিউনিকেশনে ৬০ শতাংশ, এসিআই মটরে ৬৭.৫০ শতাংশ, প্রিমিয়াফ্রেক্স প্লাস্টিকে ৮৭.৩২ শতাংশ, এসিআই লজিস্টিকে (স্বপ্ন) ৭৬ শতাংশ, এসিআই হেলথকেয়ারে ৯২.৯৪ শতাংশ, এসিআই এডিবল ওয়েলে ৮৫ শতাংশ, এসিআই কেমিক্যালে ৭৫ শতাংশ, ইনফোলিটক্স বাংলাদেশে ৬০ শতাংশ ও এসিআই বায়োটেকে ৮০ শতাংশ মালিকানা রয়েছে। ২০১৬-১৭ অর্থবছরে এসিআই এককভাবে ১২৪ কোটি ৩৫ লাখ টাকা মুনাফা হয়েছে। যা শেয়ারপ্রতি হিসাবে ২৮.৩৮ টাকা। আর এর অধীনস্থ স্বপ্নের লোকসান হয়েছে ১৩৫ কোটি ৯ লাখ টাকা। এদিকে এসিআইয়ের ১৪টি অধীনস্থসহ সমন্বিত মুনাফা হয়েছে ১০৩ কোটি ৫৯ লাখ টাকা। অর্থাৎ অধীনস্থ ১৪ কোম্পানি এসিআইয়ের জন্য কোন সুফল বয়ে আনতে পারছে না। উপরন্তু এ কোম্পানিগুলোর জন্য এসিআইয়ের মুনাফা আরও কমে যাচ্ছে। এসিআইয়ের ১৪টি সাবসিডিয়ারি কোম্পানির মধ্যে ৮টি কোম্পানি মুনাফায় ও ৬টি কোম্পানি লোকসানে রয়েছে। এরমধ্যে ৮ কোম্পানির মুনাফার পরিমাণ ১২৩ কোটি ৯৭ লাখ টাকা। আর ৬ কোম্পানির লোকসানের পরিমাণ ১৫৭ কোটি ১৩ লাখ টাকা। এ হিসাবে মুনাফা ছাপিয়ে ৩৩ কোটি ১৬ লাখ টাকার বেশি লোকসান হয়েছে। দেখা গেছে, এসিআইয়ের অধীনস্থ এসিআই ফরমুলেশনের (সমন্বিত) ২৬ কোটি ৩২ লাখ টাকা মুনাফা হয়েছে। এছাড়া এসিআই পিওর ফ্লাওয়ারের ১৩ কোটি ৪৫ লাখ টাকা, এসিআই সল্টের ১৭ কোটি ৬ লাখ টাকা, এসিআই মটরের ৩৯ কোটি ৩৫ লাখ টাকা, ক্রিয়েটিভ কমিউনিকেশনের ২ কোটি ২৯ লাখ টাকা, প্রিমিয়াফ্লেক্স প্লাস্টিকের ২১ কোটি ৬ লাখ টাকা, এসিআই এডিবল অয়েলের ১ কোটি ৩৫ লাখ টাকা ও এসিআই হেলথকেয়ারের ৩ কোটি ৯ লাখ টাকা মুনাফা হয়েছে।
×