ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্লাস্টিকবিহীন গ্রাম

প্রকাশিত: ০৫:৪৫, ৪ জানুয়ারি ২০১৮

প্লাস্টিকবিহীন গ্রাম

ওয়েস্ট ওয়েলসে চমকপ্রদ সিরেডিজিওন সৈকতে অবস্থিত এবারপোর্থ গ্রাম। সবুজ বৃক্ষ শোভিত গ্রামটিতে যেতে হলে স্থানীয় রেল জংশন থেকে গাড়িতে পঞ্চাশ মিনিট লাগবে। কয়েক শতক ধরে গ্রামটি মাছ শিকারের জন্য বিখ্যাত। বলতে গেলে গ্রামবাসী সারাক্ষণ মাছ ধরায় ব্যস্ত থাকে। তবে মাছের জন্য বিখ্যাত গ্রামটিতে এখন মাত্র একটি নৌকা, একটি হলুদ রঙের ট্রলার আছে। নাবিকদের বিশাল সমাধিক্ষেত্র, একজোড়া দোকান ও একটি হোটেলও দেখা যায়। যেখানে লোকজন নেই বললেই চলে। আগের তুলনায় গ্রামটি একেবারে জনশূন্য হয়ে পড়েছে। গ্রামের এই দুর্দশার মধ্যেও একটা সুখবর আছে। এবারপোর্থে কোন প্লাস্টিক ব্যবহার করা হয় না। পুরো ব্রিটেনে এটাই প্রথম কোন ঘটনা। প্লাস্টিকের দূষণ ও বিপর্যয় সম্পর্কে সবাই সজাগ থাকলেও বিড়ালের গলায় ঘণ্টা বাঁধতে কেউ রাজি না। কিন্তু এবারপোর্থ গ্রামের মানুষ দেখিয়ে দিয়েছে, কেবল উদ্বেগ প্রকাশ করলে হবে না, এই দূষণ সম্পর্কে যথাযথ উদ্যোগ নিতে হবে। তারা এমন সময়ে এই উদ্যোগ নিয়েছে, যখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন ঘোষণা দিয়েছে, তারা ব্রিটেন থেকে পুনর্বব্যহারের জন্য আর কোন প্লাস্টিক দ্রব্য নিবে না। চীন নিজ দেশে বিদেশী আবর্জনা নিষিদ্ধ করেছে। এবারপোর্থ গ্রামের অলিভার বক্স নামের এক ব্যক্তি একটি পানশালার মালিক। পানির ওপর ভাসমান ওই পানশালায় তিনি সব ধরনের প্লাস্টিক বর্জ্য বর্জন করেছেন। তিনি বলেন, এসব বর্জ্য সমুদ্রে ফেলে নিজেদের আরেকবার হত্যা করতে পারি না। -মেইল অনলাইন
×