ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দুই পরীক্ষার ফলে মেয়েরা এগিয়ে

প্রকাশিত: ০৬:২২, ৩১ ডিসেম্বর ২০১৭

দুই পরীক্ষার ফলে মেয়েরা এগিয়ে

স্টাফ রিপোর্টার ॥ পঞ্চম ও অষ্টম শ্রেণীর দুই সমাপনী পরীক্ষার ফলে এবার সব সূচকেই ছেলেদের পেছনে ফেলে এগিয়ে গেছে মেয়েরা। পরীক্ষায় অংশগ্রহণ এবং পাসের হার উভয় দিক থেকেই ছাত্রীরা ছাত্রদের তুলনায় এগিয়ে। পঞ্চম শ্রেণীতে মোট ২৮ লাখ ৬ হাজার ৯৬ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য তালিকাভুক্ত হয়। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ২৬ লাখ ৯৬ হাজার ২১৬ জন। যাদের ১২ লাখ ৩৯ হাজার ১৮১ অর্থাৎ ৪৫ দশমিক ৯৬ শতাংশ ছেলে। আর মেয়ে ১৪ লাখ ৫৭ হাজার ৩৫ জন অর্থাৎ ৫৪ দশমিক ৪ শতাংশ মেয়ে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। প্রাথমিক সমাপনীতে ছাত্রদের পাসের হার ৯৪ দশমিক ৯৩ ভাগ এবং ছাত্রীদের পাসের হার ৯৫ দশমিক ৪০ ভাগ। অর্থাৎ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে মেয়েরা ছেলেদের চেয়ে এগিয়ে আছে। গড় পাসের হারের দিক থেকেও মেয়েরা এগিয়ে আছে। ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ছাত্রদের সংখ্যা বেশি হলেও গড় পাসের দিক থেকে মেয়েরা এগিয়ে আছে। ছাত্রদের পাসের হার ৯২ দশমিক ৪৮ ভাগ এবং ছাত্রীদের পাসের হার ৯৩ দশমিক ৪৩ ভাগ। জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফলের বিভিন্ন সূচকে ছাত্রদের তুলনায় ছাত্রীরা বেশি ভাল করেছে। এ বছর ছাত্র পাসের হার ৮৩ দশমিক ৫৬ শতাংশ এবং ছাত্রী পাস করেছে ৮৩ দশমিক ৭৩ শতাংশ। ছাত্রের তুলনায় ছাত্রী পাসের হার শূন্য দশমিক ১৭ শতাংশ বেশি।
×