ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুয়াকাটায় হাজার কোটি টাকার খাস জমি বেদখল

প্রকাশিত: ২০:১৪, ২৮ ডিসেম্বর ২০১৭

কুয়াকাটায় হাজার কোটি টাকার খাস জমি বেদখল

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ কুয়াকাটা পর্যটন এলাকার সরকারি খাস জমি উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে কুয়াকাটা পৌরসভার মধ্যে ২০১৪ ও ২১০৫ নম্বর দাগের দেড় একর খাস জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। সেখানে সরকারের পক্ষে পটুয়াখালী জেলা প্রশাসক সাইনবোর্ড দিয়েছে। এ দেড় একর জমির মূল্য অন্তত চার কোটি টাকা। একইভাবে পশ্চিম কুয়াকাটায় মাঝিবাড়ি সংলগ্ন এলাকায় আরও দেড় একর খাস জমি উদ্ধারের কার্যক্রম চলছে বলে কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) খন্দকার রবিউল ইসলাম জানিয়েছেন। যার দাগ নম্বর ৪৭৫৬ ও ৪৭৫৭। এই জমি নবোদয় হাউজিং কোম্পানির সাগর নীড় প্রকল্প দখল করে ভরাটের কাজ চালাচ্ছে। সর্বশেষ বিএস জরীপ অনুসারে পর্যটন এলাকা কুয়াকাটা মৌজায় চার শ’ ৪৩ একর ৫৬ শতক সরকারি খাস জমি রয়েছে। যার বর্তমান মূল্য অন্তত এক হাজার কোটি টাকা। যা প্রতিনিয়ত দখল করে বিভিন্ন ধরনের স্থাপনা তোলা হচ্ছে। পাশাপাশি সরকারি জমি উদ্ধারে প্রশাসন কাজ শুরু করায় ভূমি দস্যুরা কিছুটা বিপাকে পড়েছেন। তারা উর্ধতন মহলে রাজনীতিকদের আশ্রয়-প্রশ্রয়ে সরকারি কোটি কোটি টাকার খাস জমি জবর-দখল ঠেকাতে দৌড়ঝাপ শুরু করেছে। কুয়াকাটার এক পৌর কাউন্সিলরের বিরুদ্ধে খাস জমি দখল করে বহুতল হোটেলসহ বসতবাড়ি তোলার অভিযোগ রয়েছে। এছাড়াও খাস জমি ছাড়াও কুয়াকাটা পৌর এলাকায় ডোবা-খাল দখল করে তোলা হচ্ছে বহুতল স্থাপনা। কলাপাড়ার উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান জানান, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা মতে খাস জমি উদ্ধারের কাজ চলছে।
×