ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাঁচ বছর পর মরকেলের ৫ উইকেট, প্রথম ইনিংসে ৬৮ রানে অলআউট সফরকারীরা

দুই দিনেই দিশেহারা জিম্বাবুইয়ে

প্রকাশিত: ০৫:৫৮, ২৮ ডিসেম্বর ২০১৭

দুই দিনেই দিশেহারা জিম্বাবুইয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ পোর্ট এলিজাবেথে ইতিহাসের প্রথম চার দিনের টেস্টের দ্বিতীয় দিনেই দিশেহারা হয়ে পড়েছে জিম্বাবুইয়ে। প্রোটিয়াদের ৩০৯/৯ (ডিক্লে.) এর জবাবে প্রথম ইনিংসে মাত্র ৬৮ রানে অলআউট সফরকারীরা! পাঁচবছর পর টেস্টে ৫ উইকেট পেয়েছেন মরনে মরকেল। দক্ষিণ আফ্রিকান পেসার প্রথম দিনের ৩ উইকেটের সঙ্গে বুধবার দ্বিতীয় দিনে নিয়েছেন আরও ২ উইকেট। ইনিংসে তার বোলিং বিশ্লেষণ ১১-৫-২১-৫। দুটি করে শিকার কাগিসো রাবাদা ও এ্যান্ডেল ফেকুওয়ের। তাতেই ৩০.১ ওভারে ৬৮-তে গুটিয়ে গেছে গ্রায়েম ক্রেমারের দল। টেস্টে জিম্বাবুয়ের পঞ্চম সর্বনিম্ন রান এটি। এ নিয়ে নবমবারের মতো ১শ’র মধ্যে অলআউট হলো তারা। সর্বনিম্ন ৫১, ২০১২ সালে নেপিয়ারে, নিউজিল্যান্ডের বিপক্ষে। সর্বোপরি টেস্ট ইতিহাসে সর্বনিম্ন ২৬ রানে অলআউট হওয়ার রেকর্ডটা নিউজিল্যান্ডের, ১৯৫৫ সালে অকল্যান্ডে, ইংল্যান্ডের বিপক্ষে। ৩৩ বছর বয়সী মরকেল এর আগে টেস্টে ইনিংসে সবশেষ পাঁচ উইকেট পেয়েছিলেন ২০১২ সালের নবেম্বরে, এ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে। আর ঘরের মাঠে ২০১০ সালে ডিসেম্বরের প্রথম দিনের ৪ উইকেটে ৩০ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল জিম্বাবুয়ে। স্কোরবোর্ডে আর ৩৮ রান যোগ করতেই বাকি ৬ উইকেট হারিয়ে ফলোঅনে পড়ে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামে সফরকারীরা। এর আগে এইডেন ওপেনার এইডেন মার্করামের সেঞ্চুরিতে প্রথম ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। জিম্বাবুয়ে বোলারদের এক প্রকার পাত্তাই দেননি প্রোটিয়া ব্যাটসম্যানরা। মার্করাম ১২৫ রানের দুর্দান্ত এক ইনিংসে দলকে এগিয়ে দেন। দ্বিতীয় ব্যক্তিগত সর্বোচ্চ ৫৩ অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের।
×