ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যৌন হেনস্থার বিরুদ্ধে নারীর অভিনব প্রতিবাদ!

প্রকাশিত: ১৮:১৫, ২৪ ডিসেম্বর ২০১৭

যৌন হেনস্থার বিরুদ্ধে নারীর অভিনব প্রতিবাদ!

অনলাইন ডেস্ক ॥ বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন স্থানে যৌন হেনস্থা ও নিপীড়নের শিকার হচ্ছেন নারীরা। সমাজে ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে এ রোগ। প্রাণ ও মান সম্মানের ভয়ে অনেক নারীই যৌন হেনস্থা, শ্লীলতাহানির মতো ঘটনাগুলো এড়িয়ে যান। হারিয়ে ফেলেন প্রতিবাদের ভাষা। মানসিকভাবে ভেঙে পড়েন। কিন্তু ব্রাজিলের এই নারী যা করলেন তাতে তাজ্জব হয়ে গেলেন প্রত্যক্ষদর্শীরাও। আর যে ব্যক্তি শ্লীলতাহানির চেষ্টা করেছিল, এ ঘটনার পর অন্য কোনো নারীর দিকে তাকানোর আগেও হয়তো দশবার ভাববে সে। একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, এক নারী বিক্রেতাকে কর্মরত অবস্থাতে প্রকাশ্যেই উত্যক্ত করছিলেন এক ব্যক্তি। আর তাতেই মেজাজ হারান ওই নারী। ধাক্কা মেরে ওই ব্যক্তিকে রাস্তায় ফেলে দিয়ে চিৎকার করতে থাকেন তিনি। আশেপাশে লোকজনও জড়ো হয়ে যান। ওই নারীর বক্তব্য, কাজের মধ্যে প্রায়ই শ্লীলতাহানির শিকার হতে হয় তাঁকে। তাই এবার সহ্যের বাঁধ ভেঙেছে। কিন্তু তাঁর প্রতিবাদ আর রাগ প্রকাশের ভাষা ছিল আর পাঁচজনের থেকে আলাদা। প্রকাশ্যেই নিজের গায়ের পোশাক খুলে ফেলেন তিনি। সঙ্গে হেনস্থাকারীর উদ্দেশে চিৎকার করতে থাকেন, ‘কী চাও তুমি, আমার এই বক্ষ?’ বলেই বিবস্ত্র হয়ে নিজের বক্ষ অভিযুক্তর মুখে ঘষতে থাকেন। মহিলার কাণ্ড দেখে হতবাক প্রত্যক্ষদর্শীরাও। অনেকেই এই ঘটনা ক্যামেরাবন্দি করেছেন। যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যদিও ওই ব্যক্তি বারবার এমন অভিযোগ অস্বীকার করতে থাকেন। বলেন, তিনি তাঁর স্ত্রীর সঙ্গে শপিংয়ে বেরিয়েছিলেন। নারীকে কোনোভাবেই উত্যক্ত করেননি। তবে ব্যক্তির কোনও কথাই শোনেননি নারীটি। উল্টো বিবস্ত্র হয়েই ক্ষোভ প্রকাশ করেছেন।
×