ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রংপুর সিটি নির্বাচন রাজনীতির মাঠে সেমিফাইনাল ॥ কাদের

প্রকাশিত: ০৫:৫৬, ১৯ ডিসেম্বর ২০১৭

রংপুর সিটি নির্বাচন রাজনীতির মাঠে সেমিফাইনাল ॥ কাদের

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে জয়-পরাজয় আছে। তবে আমাদের টার্গেট গণতন্ত্রকে বিজয়ী করা। আগামী জাতীয় নির্বাচনের আগে রংপুর সিটি নির্বাচন হলো রাজনীতির মাঠে সেমিফাইনাল। হারলে বা জিতলে, ফলাফল যাই হবে তাই মেনে নেবে দল। সোমবার সন্ধ্যায় মিরপুর-১০ এর সেনপাড়া পর্বতায় ব্যাপ্টিস্ট মিশন ইন্টিগ্রেটেড স্কুলে বড়দিন উদযাপন কমিটি আয়োজিত প্রাক বড়দিন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে তিনি বলেন, খ্রীস্টান, সনাতন এবং অন্য ধর্মাবলম্বীদের কেউ নিজেদের মাইনরিটি (সংখ্যালঘু) ভাববেন না। মুসলমানের ভোটের মূল্য বেশি, আপনার কম-এরকম কিছু নয়। সবার ভোটের মূল্য সমান। আপনারা ইনফেরিয়ারিটি কমপ্লেক্সে (হীনম্মন্যতায়) ভুগবেন না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, উগ্রবাদী সাম্প্রদায়িক শক্তি মাঝে মাঝে বিচ্ছিন্ন ঘটনা ঘটায়। তারা আওয়ামী লীগের নয়। কোন দলের নয়। এরা আসলে দুর্বৃত্ত। এদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। ঐক্যবদ্ধ থাকতে হবে না হলে তারা সুযোগ নেবে। এ বছর এবং আগামী বছরটা খুব গুরুত্বপূর্ণ। কারণ সামনে নির্বাচন। এ বছর কিছু কিছু অবাঞ্ছিত ঘটনা ঘটতে পারে। মুসলমান, প্রশাসনসহ সবাইকে আমি বলব যাতে তাদের নিরাপত্তা নিশ্চিত করে। তারা বিপদে পড়লে দেশ বিপদে পড়বে। তাই এটা হতে দেয়া যাবে না। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন সম্ভাব্য সিডিউল খুব শীঘ্রই জানাবেন। এক্ষেত্রে আমাদের দলীয়, সমর্থক প্রার্থী অনেক। আনিসুল হকও তাই ছিলেন। তাঁর মেয়র নির্বাচন করা, বিজয়ী হওয়া ছিল একটা সারপ্রাইজ। তিনি তাঁর যোগ্যতা প্রমাণ করে গেছেন। আমরা ডিএনসিসি নির্বাচনে যোগ্য প্রার্থী দেব। নেত্রীর (শেখ হাসিনা) এবং দলের একটি জরিপ চলছে। যে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, যিনি প্রয়াত মেয়র আনিসুল হকের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে পারবেন, তাঁকেই নমিনেশন দেয়া হবে। চট্টগ্রামের প্রয়াত সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পদদলিত হয়ে নিহত হওয়ার ঘটনা সম্পর্কে তিনি বলেন, একটি শোকের রেশ শেষ হতে না হতেই আরেকটি শোকের ছায়া বাংলাদেশকে ঢেকে ফেলেছে। একটি শোকাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে সারাদেশে। নিহতরা সনাতন ধর্মাবলম্বী হয়েও কুলখানিতে এসেছিলেন। প্রয়াত নেতা মহিউদ্দিন চৌধুরীর প্রতি মানুষের ভালোবাসার প্রমাণ মিলেছে এর মাধ্যমেই। নেতা হতে হবে তাঁর (মহিউদ্দিন) মতো। যে নেতা ছিলেন মাটি ও মানুষের কাছাকাছি একজন। বিএনপির নিজেদের ঘরেই গণতন্ত্র নেই ॥ নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নিজেদের ঘরেই গণতন্ত্র নেই, এ জন্য তারা গণতন্ত্রে বিশ^াস করে না। সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে সড়ক ও জনপথ বিভাগের অধীনে নির্মিত ফুট ওভারব্রিজ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। কলকাতার উদ্দেশে কাদেরের ঢাকা ত্যাগ ॥ কলকাতাস্থ বাংলাদেশের ডেপুটি হাইকমিশন আয়োজিত মহান বিজয় দিবসের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে রবিবার রাতে কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটযোগে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে কলকাতার উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন।
×