ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের যৌন হয়রানি অভিযোগ প্রত্যাখ্যান হোয়াইট হাউসের

প্রকাশিত: ০৪:১৮, ১৩ ডিসেম্বর ২০১৭

ট্রাম্পের যৌন হয়রানি অভিযোগ প্রত্যাখ্যান হোয়াইট হাউসের

ট্রাম্পের বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ প্রমাণে কংগ্রেসনাল তদন্তের যে দাবি তুলেছিলেন কয়েকজন ভুক্তভোগী নারী তা প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। এএফপি। এ বিষয়ে হোয়াইট হাউস যুক্তি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রামকে ভোট দিয়েই তার বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগ প্রত্যাখ্যান করেছে মার্কিন নাগরিকরা। এই ইস্যুতে ডেমোক্র্যাট দলের তিন সিনেটর কোরি বুকার, জেফ মার্কলি ও কার্সটেন গিলির্ব্যান্ড ডোনাল্ড ট্রামকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। এছাড়া ট্রাম্পের বিরুদ্ধে ক্রমশ জোরালো হয়ে ওঠা যৌন অসদাচরণের অভিযোগ তদন্তের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন ৫৪ কংগ্রেস সদস্যের একটি দলও। সোমবার নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে হয়রানির শিকার নারীরা ট্রাম্পের বিরুদ্ধে তাদের স্পর্শ করা, জড়িয়ে ধরা, জোর করে চুমু খাওয়া, অপমান ও হয়রানির অভিযোগ পুনর্ব্যক্ত করেন। সংবাদ সম্মেলনের সামান্য আগে জেসিকা লিডস, সামান্থা হলভি ও র‌্যাচেল ক্রুকস নামের ওই তিন নারী টেলিভিশনের সরাসরি সম্প্রচারে অভিযোগগুলোর বিস্তারিত বর্ণনা দেন। ওই নারীরা মিথ্যা অভিযোগ করছে বলে দাবি করেছে হোয়াইট হাউস। গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের সময়ও ট্রাম্প এই তিন নারীর অভিযোগ অস্বীকার করেছিলেন, এবং অভিযোগকারীদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে বছর পেরুলেও তার সেই প্রতিশ্রুতি রক্ষায় এখন পর্যন্ত তাকে কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি।
×