ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাইকার সহায়তায় বর্জ্য থেকে বায়োগ্যাস প্লান্ট স্থাপন করবে চসিক

প্রকাশিত: ০৬:২৬, ৭ ডিসেম্বর ২০১৭

জাইকার সহায়তায় বর্জ্য থেকে বায়োগ্যাস প্লান্ট  স্থাপন করবে চসিক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জাপানী সংস্থা জাইকার সহায়তায় সিটি গবর্নেস প্রকল্পের আওতায় ২ হেক্টর জায়গার ওপর স্থাপন করা হবে বায়োগ্যাস প্লান্ট। এতে ব্যয় হবে ২১ মিলিয়ন মার্কিন ডলার। কাজ শুরু হওয়ার সাতাশ মাসের মধ্যে বাস্তবায়িত হবে এ প্রকল্প। বুধবার চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের কাছে প্লান্ট স্থাপনের ব্যাপারে তৈরি করা সম্ভাব্যতা যাচাই প্রতিবেদনটি দাখিল করা হয়। এ উপলক্ষে আয়োজিত কর্মশালায় নগরীর সার্বিক বর্জ্য ব্যবস্থাপনা এবং পাবলিক টয়লেট বিষয়ে রিপোর্টও উপস্থাপিত হয়। নগরীর হালিশহরের ডাম্পিং স্টেশনের পামে দুই হেক্টর জায়গার ওপর নির্মিত হবে প্রস্তাবিত বায়োগ্যাস প্লান্ট। এ প্লান্টের মাধ্যমে বর্জ্য থেকে উৎপাদিত গ্যাস সিএনজিসহ বিভিন্ন পরিবহনে ব্যবহার করা যাবে। ড্রাই (শুকনা) প্রসেসে প্রতিদিন ২৫ মেট্রিক টন এবং ওয়েট (আর্দ্র) প্রসেসে ২৫ টন সংগৃহীত বর্জ্য এই প্লান্টের মাধ্যমে বায়োগ্যাসিফিকেশন করা যাবে। বুধবার অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দীন।
×