ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আসন্ন নির্বাচন হবে কাতালানবাসীর অগ্নিপরীক্ষা

প্রকাশিত: ০৩:৩৩, ৫ ডিসেম্বর ২০১৭

আসন্ন নির্বাচন হবে কাতালানবাসীর অগ্নিপরীক্ষা

স্পেনের কাতালান রাজ্যের স্বাধীনতাকামীরা গণভোটে জয়ী হওয়া সত্ত্বেও স্বাধীনতা অর্জন করতে ব্যর্থ হয়ে আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে মাদ্রিদ প্রশাসনের ‘দমননীতির’ বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার প্রস্তুতি নিচ্ছে। খবর এএফপির। গত ২৭ অক্টোবর স্বাধীনতা অর্জনের প্রথম পদক্ষেপের অংশ হিসেবে অনুষ্ঠিত গণভোটের সময় কেন্দ্রীয় সরকারের নির্যাতনমূলক পদক্ষেপের বিরুদ্ধে কাতালানবাসীরা একতরফা স্বাধীনতা ঘোষণা করে। পাল্টা পদক্ষেপ হিসেবে মাদ্রিদ সরকার কাতালানের স্বায়ত্তশাসন ও পার্লামেন্ট বাতিল ঘোষণা করে স্বাধীনতাকামী অনেক নেতাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয় এবং অনেক নেতা গ্রেফতার এড়িয়ে বিদেশে পালিয়ে যান। পালিয়ে যাওয়া এসব নেতার মধ্যে কাতালোনিয়ার প্রেসিডেন্ট কার্লেস পুজদামনও রয়েছেন। তিনি বেলজিয়ামে অবস্থান করছেন এবং স্পেন সরকার তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে তাকে স্বদেশে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছে। ৭৫ লাখ কাতালানবাসীর এই গণভোট থেকে প্রাপ্ত স্বাধীনতার দাবি যে অন্যায্য তা প্রমাণের জন্য মাদ্রিদ সরকার আগেভাগেই এই গণভোটকে অবৈধ ঘোষণা করেছিল। তবে একটি বিষয় স্পষ্ট যে, স্পেন থেকে আলাদা হয়ে যাওয়ার জন্য কাতালানবাসী একমত পোষণ করে না। স্বাধীনতা প্রশ্নে অনেকের মধ্যে গভীর মতপার্থক্য আছে। ২০১৫ সালের এক নির্বাচনে স্বাধীনতাপন্থীরা ৪৭ দশমিক ৮ শতাংশ ভোট পেয়েছিল এবং তাদেরকে চরম বামপন্থী সিইউপি দলের সঙ্গে হাত মিলিয়ে জোট সরকার গঠন করতে হয়েছিল।
×