ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ব্যাংকে ভর করে পুঁজিবাজারে সূচক বাড়ল

প্রকাশিত: ০৪:১৫, ১ ডিসেম্বর ২০১৭

ব্যাংকে ভর করে পুঁজিবাজারে সূচক বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উর্ধগতিতে লেনদেন শেষ হয়েছে। বেশিরভাগ কোম্পানির দর বাড়ায় বিশেষ করে ব্যাংকের দরবৃদ্ধিতে প্রধান সূচক বাড়লেও বাছাই ও শরীয়াহ সূচক দুটোই কমেছে আগের দিনের চেয়ে বেশি। এছাড়া মাসের শেষ কার্যদিবস হওয়ার কারণে ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। সেখানেও ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের চাহিদা বেশি ছিল। ফলে উভয় বাজারেই আবারও লেনদেনের আধিপত্য ফিরে এসেছে ব্যাংক। বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে ৬২০ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৫৯ কোটি ১৫ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে ৬৭৯ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৯টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতার পর ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ২৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩০৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ০৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৮১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৭০ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলে হলো : ব্র্যাক ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, স্কয়ার ফার্মা, এবি ব্যাংক, গ্রামীণফোন, বিডি থাই, ইউনাইটেড পাওয়ার, লঙ্কাবাংলা ফাইন্যান্স, প্যারামাউন্ট টেক্সটাইল ও ইফাদ অটো। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : নর্দার্ন জুট, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড, তসরিফা ইন্ডাস্ট্রিজ, এসআলম স্ক্রিটাল, ইস্টার্ন ব্যাংক, ব্র্যাক ব্যাংক, প্রগেসিভ লাইফ, বিডি অটোকার, সোনালি আঁশ ও মার্কেন্টাইল ব্যাংক। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : সাভার রিফ্যাক্টরিজ, রেকিট বেনকিসার, জুট স্পিনার্স, ফনিক্স ফাইন্যান্স, বেক্সিমকো সিনথেটিক, উসমানিয়া গ্লাস, স্টাইল ক্রাফট, স্কয়ার টেক্সটাইল ও রংপুর ফাউন্ড্রি। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩০ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৪৭৮ পয়েন্টে। ৃসিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : স্টান্ডার্ড ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এবি ব্যাংক, বিডি ফাইন্যান্স, ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, ইফাদ অটো, ওয়েস্টার্ন মেরিন, লঙ্কাবাংলা ফাইন্যান্স ও ব্র্যাক ব্যাংক।
×