ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেখ রাসেল ফুটবলের ফাইনালে মাগুরা

প্রকাশিত: ০৫:১০, ৩০ নভেম্বর ২০১৭

শেখ রাসেল ফুটবলের ফাইনালে মাগুরা

সঞ্জয় রায় চৌধুরী, মাগুরা ॥ গতকাল বুধবার মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মাগুরা জেলা ক্রীড়া সংস্থা টাইব্রেকারে ৫-৩ গোলে বাংলাদেশ নৌবাহিনীকে পরাজিত করে ফাইনালে উঠেছে । মাগুরা দলের রানা সেরা খেলোয়াড়ের পুরস্কার পান। খেলার প্রথমার্ধ গোলশূন্য ছিল। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে মাহি গোল করে নৌবাহিনীকে এগিয়ে দেন। ২৮ মিনিটে মাগুরা দলের লাওয়াল গোল করে খেলায় সমতা আনেন। খেলাটি টাইব্রেকারে গড়ালে মাগুরা জেলা ক্রীড়া সংস্থা ৫ শটে ৪ এবং বাংলাদেশ নৌবাহিনী ৫ শটে ২ গোল করে। খেলা শেষে মাগুরা জেলা প্রশাসক মোঃ আতিকুর রহমান ও প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর সেরা খেলোয়াড় মাগুরা দলের রানার হাতে পুরস্কার তুলে দেন। টুর্নামেন্টে ঢাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাব, ঢাকা শেখ রাসেল ক্রীড়াচক্র, সাইফ স্পোর্টিং ক্লাব, বসুন্ধরা কিংস, বাংলাদেশ নৌবাহিনী ফুটবল দল, আছাদুজ্জামান ফুটবল একাডেমি, ঝিনাইদহ ফুটবল একাডেমি, আলহাজ নুরুল ইসলাম ফুটবল একাডেমি যশোর, শুভ সকাল এসপি চুয়াডাঙ্গা, কুষ্টিয়া জেলা ফুটবল দল, গোপালগঞ্জ আবাহনী ক্রীড়াচক্র, খুলনা জেলা দল, সাতক্ষীরা জেলা ফুটবল দল, আরিয়ার স্পোর্টিং ক্লাব ও টাঙ্গাইলসহ ১৬টি ফুটবল দল অংশ নিয়েছে।
×