ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটে একজনের ফাঁসি

প্রকাশিত: ০১:১১, ২৯ নভেম্বর ২০১৭

জয়পুরহাটে একজনের ফাঁসি

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট ॥ জেলার পাচঁবিবি উপজেলার ভীমপুর তালপাড়ায় শিশু পুত্র, শাশুড়ী, শালিকা এবং ফুফা শ্বশুরকে হত্যার দায়ে সুমন হেমরম নামে একজনকে মৃত্যুদন্ডে দন্ডিত করেছেন দায়রা জজ মোমতাজ পারভীন। বুধবার তিনি এ রায় দেন। মামলার বিবরনে জানা যায় গত ১৯/৬/২০১৫ দিবাগত শেষ রাতে সুমন হেমরম তার শ্বশুর বাড়ীতে তার শিশুপুত্র সানি হেমরম, শালিকা তেরেজা মারান্ডি, শাশুরী সন্ধ্যারানী, ফুফা শ্বশুর লুকাশ হেমরম এবং স্ত্রী সিলভিয়া মারান্ডিকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। তাদের চিতকারে এলাকাবাসী এগিয়ে এসে ঘাতক সুমনকে আটক করে। সুমনের অস্ত্রের আঘাতে চারজন ঘটনাস্থলে মারা যায়। তার স্ত্রী সিলভিয়াকে গুরুতর অবস্থায় এলাকাবাসী হাসপাতালে ভর্তি করে। পরে পুলিশ এসে ঘাতক সুমনকে গ্রেফতার করে। এ ব্যাপারে সুমনের শ্বশুর ম্যানুয়াল ম্যারান্ডি জামাইকে আসামী করে পাচঁবিবি থানায় একটি মামলা দায়ের করে। আদালতে মামলার স্বাক্ষী ও শুনানী শেষে বুধবার সুমনকে মৃত্যুদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন।
×