ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাগুরা টেকসটাইল মিল শ্রমিক কর্মচারীদের মানববন্ধন

প্রকাশিত: ২৩:৫৯, ২৭ নভেম্বর ২০১৭

মাগুরা টেকসটাইল মিল শ্রমিক কর্মচারীদের মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ মহামান্য হাইকোর্টের রায় অনুযায়ী চাকুরীতে পূর্নবহালের দাবীতে রাষ্ট্রয়াত্ব মাগুরা টেকসটাইল মিলের ২৩ শ্রমিক কর্মচারী আজ সোমবার দুপুরে মিলগেটে মিছিল মানববন্ধন ও সংবাদ সন্মেলন করেছে । জানাগেছে, রাষ্ট্রয়াত্ব মালিকাধীন মাগুরা টেকসটাইল মিলের সাবেক ২৩ শ্রমিক কর্মচারী হাইকোর্টের রায় অনুযায়ী চাকুরীতে পূর্নবহালের দাবীতে মাগুরা টেকসটাইল মিলের মিলগেটে মানববন্ধন ও সংবাদ সন্মেলন করেন । এর পর মিছিল করে মিলের ব্যবস্থাপকের কাছে যান এবং চাকুরীতে পূনবহালের জন্য আবেদন পত্র পেশ করে কিন্তু মিলের ব্যবস্থাপক তাদের ঢাকায় বিটিএমসিতে যেতে বলেন । এরপর তারা সংবাদ সন্মেলন করে। মাগুরা টেকসটাইল মিলের প্রাক্তন হিসাব সহকারী মো: ফারুকুল ইসলাম ফরুক সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করেন তিনি সহ ২৩ জন শ্রমিক কর্মচারী মাগুরা টেকসটাইল মিলস কর্তৃপক্ষ কর্তৃক স্বেচ্ছাবসরের জন্য জারীকৃত অফিস অর্ডারের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে রীট পিটিশন দাখিল করেন। পরবর্তীতে দীর্ঘ শুনানী শেষে মহামান্য হাইকোর্ট গত ২৭ ফেব্রুয়ারী ২০১৭ তারিখে উক্ত স্বেচ্ছাবসরের নির্দেশকে অবৈধ ঘোষনা করে চাকুরীতে পূর্ণবহালের নির্দেশ দেন। এরি আদালতের রায়ের কপি নিয়ে গত ২০ নবেম্বর মাগুরা টেকসটাইল মিলের কর্তৃপক্ষের কাছে চাকুরীতে পূর্ণবহালের যোগদানের আবেদন পত্রপেশ করা হয়। মিলকর্তপক্ষ তাদের আবেদন গ্রহন করেননি। ফলে আজ সোমবার পূনরায় কাজে যোগদানের আবেদনপত্র সহকারে মাগুরা টেকসটাইল মিলেস কর্তৃপক্ষের কাছে পেশকরলে মিল কর্তৃক্ষপক্ষ চাকুরীতে পূর্ণবহালের যোগদান পত্র গ্রহন করেন নি। তিনি আরও বলেন ,তারা মানবেতর জীবন যাপন করছেন। শ্রমিক কর্মচারী বলেন, তারা মাগুরা মিলে চাকুরী করতেন তাই তারা মাগুরা মিলে যোগদান করতে এসেছেন। এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখতে প্রশাসনের পক্ষথেকে অতিরিক্ত জেলা প্রশাসক ও পুলিশের কর্মকর্তারা মিলে গিয়ে এই ২৩ শ্রমিক কর্মচারীর সাথে পৃথকভাবে কথা বলেন। মাগুরা টেকসটাইল মিলের ব্যবস্থাপক নারায়ন চন্দ্র সাহা জানান , বিটিএমসি কর্তপক্ষকে জানিয়েছি । তারা আমাকে বলেছেন এই ২৩ শ্রমিক কর্মচারীকে ঢাকায় বিটিএমসির কাছে যেতে। বিটিএমসির নিদের্শ ছাড়া তিনি এটা গ্রহন করতে পারেন না।
×