ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন

প্রকাশিত: ২১:৩৭, ২৬ নভেম্বর ২০১৭

নীলফামারীতে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও আগামী ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস/২০১৭ পালন উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ নীলফামারী জেলা শাখার উদ্যোগে তাদের গৃহিত কর্মসুচির উপর এক সংবাদ সম্মেলন করেছে। আজ রবিবার সকাল ১১টায় জামান ম্যানসন মার্কেটের অস্থায়ী কার্যালয় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা শাখার সহ সভাপতি দৌলত জাহান ছবির সভাপতিত্বে এতে লিখিত বক্তব্য পাঠ করেন, সাধারন সম্পাদক গুলশান আরা। এ সময় উপস্থিত ছিলেন, সহ সাধারণ স¤পাদক মোছাঃ বুলবুলি বেগম, অর্থূ সম্পাদক ইয়াসমিন সায়েরা আক্তার ,সাংগঠনিক সম্পাদক রোকসানা কচি,লিগ্যাল এইড সম্পাদক আফরোজ আরা,,সমাজ কল্যাণ সম্পাদক ফরিদা আলম,সাংস্কৃতিক সম্পাদক অমিতা তরফদার,প্রশিক্ষন ও গবেষনা সম্পাদক মনজুশ্রী মনা প্রমুখ। সংবাদ সম্মেলনে নারী নির্যাতনের ব্যপকতা উল্লেখ করে বলা হয়, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও আগামী ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস/২০১৭ উপলক্ষে জেলা মহিলা পরিষদ এই সংবাদ সম্মেলনের মাধ্যমে ১৫ দিন ব্যাপী নারী নির্যাতন বন্ধে সচেতনা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসুচি গ্রহণ করেছে। কর্মসুচির মধ্যে রয়েছে যৌন নিপীড়ন ও ধর্ষন প্রতিরোধে বিভিন্ন পাড়া মহল্লায় তৃণমুল্যে নারী-পুরুষদের সঙ্গে সচেতনতা বৃদ্ধিমূলক সভা, একই বিষয়ে স্কুল কলেজে শিক্ষক-শিক্ষাথীদের সঙ্গে মতবিনিময় সভা ও ১০ ডিসেম্বর /২০১৭ বিশ্ব মানবাধিকার দিবস পালনে র‌্যালী ও আলোচনা সভা। সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট ও টিভিচ্যনেলের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
×