ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শান্তি প্রতিষ্ঠায় সম্প্রীতি ও বন্ধুত্ব স্থাপনের আহ্বান

প্রকাশিত: ০৫:২১, ২৫ নভেম্বর ২০১৭

শান্তি প্রতিষ্ঠায় সম্প্রীতি ও বন্ধুত্ব স্থাপনের আহ্বান

স্টাফ রিপোর্টার ॥ পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় সম্প্রীতি ও বন্ধুত্ব স্থাপনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ বন্ধু সমাজ। জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনে বন্ধু সমাজের নেতৃবৃন্দ এ আহ্বান জানান। সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে বাংলাদেশ বন্ধু সমাজের সভাপতি এফ. আহমেদ খান রাজীব বলেন, মানুষের মাঝে বন্ধুত্ব ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি করাই হচ্ছে বাংলাদেশ বন্ধু সমাজের মূল লক্ষ্য। হিংসা-বিদ্বেষ-অহঙ্কার পরিত্যাগ করে ভ্রাতৃত্ব-বন্ধুত্ব-সৌহার্দের মিশ্রণে সম্প্রীতি ও বন্ধুত্বের দেশ গড়তে পারলেই দেশে সত্য ও শান্তি প্রতিষ্ঠিত হবে। সম্মেলনে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট আবদুল্লাহ সহিদ, এম এ সাত্তার খান, এ্যাডভোকেট সুলতান আহমেদ খান, ডি.এম. আমিরুল ইসলাম অমর প্রমুখ।
×