ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কারখানা সম্প্রসারণ করবে মুন্নু স্টাফলার্স

প্রকাশিত: ০৬:০২, ৬ নভেম্বর ২০১৭

কারখানা সম্প্রসারণ করবে মুন্নু স্টাফলার্স

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি মুন্নু জুট স্টাফলার্স লিমিটেড কারখানা সম্প্রসারণ করছে। পাশাপাশি কোম্পানিটি চলতি সপ্তাহে ২০১৭-১৮ অর্থবছরের প্রথম প্রান্তিকের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) প্রকাশ ও কারখানা সম্প্রসারণের সংবাদ প্রকাশ করবে এমন সংবাদ বাজারে রয়েছে। কোম্পানিটির প্রথম প্রান্তিক ইপিএস আগের বছরের চেয়ে বেশি আসবে বলেও বাজারে গুজব রয়েছে। বিষয়টি নিয়ে মুন্নু জুট স্টাফলারের কোন কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি। নাম প্রকাশ না শর্তে এক কর্মকর্তা বলেন, মূল্য সংবেদনশীল বিষয়ে মন্তব্য করা ঠিক না। চলতি সপ্তাহে ইপিএস আসলে সত্য না মিথ্যা পরিষ্কার হবেন। এদিকে মুন্নু জুট স্টাফালারের পরিচালনা পর্ষদে পরিবর্তন আনা হয়েছে। মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মূল উদ্যোক্তা হারুনুর রশীদ খান মুন্নুর মৃত্যুর পর মেয়ে আফরোজা খান রিতার হাত ধরে আবার ঘুরে দাঁড়াচ্ছে প্রতিষ্ঠানটি। -অর্থনৈতিক রিপোর্টার লিগ্যাছি ফুটওয়্যারের উৎপাদন বন্ধ ১ মাস শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের লিগ্যাছি ফুটওয়্যার লিমিটেডের উৎপাদন আগামী ১ মাস বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানির ফ্যাক্টারির যন্ত্রপাতি মেরামত ও রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য কাজের জন্য আজ রবিবার থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত উৎপাদন বন্ধ থাকবে। চামড়া খাতের এ কোম্পানিটি ২০০০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটি সর্বশেষ ৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। -অর্থনৈতিক রিপোর্টার
×