ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে দুদুকের মামলায় গ্রেফতার ১

প্রকাশিত: ০২:৩৬, ৩০ অক্টোবর ২০১৭

বাগেরহাটে দুদুকের মামলায় গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ময়মনসিংহের ভালুকায় প্রায় ১০একর সরকারী জমি অনিয়মনের মাধ্যমে দলিল সম্পন্ন করায় বাগেরহাট জেলা রেজিষ্টার মো. ফজলার রহমানকে গ্রেফতার করেছে দুদক। সোমবার বিকেলে দুদকের সহকারী পরিচালক মাহতাব উদ্দিনের নেতৃত্বে বাগেরহাট জেলা রেজিষ্ট্রি অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়। ২০১৩ সালে ফজলার রহমান ভালুকার সাবরেজিষ্টার থাকাকালীন এই দূনীর্তি করেন। বর্তমানে মো. ফজলার রহমান বাগেরহাট জেলা রেজিষ্টার হিসেবে কর্মরত রয়েছেন। ২৯ অক্টোবর রবিবার ময়মনসিংহের সহকারী পরিচালক মাসুদুর রহমান বাদি হয়ে মো. ফজলার রহমানের নামে ভালুকা থানায় ফৌজদারী মামলা দায়ের করেন। খুলনা দুদকের সহকারী পরিচালক মাহতাব উদ্দিন জানান, ভালুকা থানায় দুদুকের দায়ের করা মামলায় মো. ফজলার রহমানকে গ্রেফতার করা হয়। পরে বাগেরহাট চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে প্রেরন করা হয়। দুদকের ময়মনসিংহের সহকারী পরিচালক মাসুদুর রহমানের তিনি জানান, ২০১৩ সালে ভালুকা থানায় সাব রেজিষ্ট্রার হিসেবে কর্মরত থাকাকালীন সময়ে মো. ফজলার রহমান বনবিভাগের ৯ দশমিক ৬৪ একর জমি সরকারের অনুমনি না নিয়েই ৬টি দলিলের মাধ্যমে অনিয়মের আশ্রয় নিয়ে মোসাদ্দেক হোসেন ফালুর নামে রেজিষ্ট্রি করেন। পরবর্তিতে বিষয়টি নিয়ে দুদুকের কাছে অভিযোগ দায়ের হলে তারা তদন্ত শুরু করে। একপর্যায়ে ২৯ অক্টোবর রবিবার ওই সরকারী জমি অবৈধ্য ভাবে রেজিষ্ট্রি করার অভিযোগে মো. ফজলার রহমানকে আসামী করে ভালুকা থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় দুদক তাকে বাগেরহাট থেকে গ্রেফতার করে।
×