ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিসিএস কর্নার

প্রকাশিত: ০৩:৫২, ২৮ অক্টোবর ২০১৭

বিসিএস কর্নার

(পূর্ব প্রকাশের পর) ৮০. ঔ + উ = আব্ + উ - এ সূত্র প্রয়োগে সন্ধি হয়েছে কোনটির? ক) পাবক খ) নাবিক গ) ভাবুক ঘ) গায়ক সঠিক উত্তর: (গ) ৮১. ঔ + উ = আব্ + উ - এই সূত্র প্রয়োগে সন্ধি হয়েছে কোনটির? ক) পাবক খ) নাবিক গ) ভাবুক ঘ) গায়ক সঠিক উত্তর: (গ) ৮২. ‘জনৈক’ - শব্দটির সন্ধিবিচ্ছেদ - ক) জন + ঐক খ) জন + নৈক গ) জন + এক ঘ) জন + ঔক সঠিক উত্তর: (গ) ৮৩. নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি? ক) তস্কর খ) উত্থান গ) পরিষ্কার ঘ) সংস্কার সঠিক উত্তর: (ক) ৮৪. ‘সন্ধি’ বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ক) ধ্বনিতত্ত্ব খ) শব্দতত্ত্ব গ) রূপতত্ত্ব ঘ) বাক্যতত্ত্ব সঠিক উত্তর: (ক) ৮৫. ‘জগজ্জীবন’ শব্দটি সন্ধির কোন নিয়ম অনুসারে হয়েছে? ক) ত্ + ঝ খ) ত্ + জ গ) দ্ + জ ঘ) দ্ + ঝ সঠিক উত্তর: (খ) ৮৬. ‘বিদ্যালয়’ - এর সন্ধি বিচ্ছেদ কোনটি? ক) বিদ্য + আলয় খ) বিদ্যা + অলয় গ) বিদ + আলয় ঘ) বিদ্যা + আলয় সঠিক উত্তর: (ঘ) ৮৭. আ + আ = আ হয় - এই সূত্রের প্রয়োগ কোনটিতে হয়েছে? ক) প্রাণাধিক খ) কথামৃত গ) রত্নাকর ঘ) মহাশয় সঠিক উত্তর: (ঘ)
×