ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ট্রাম্প প্রেসিডেন্ট হতে পারতেন না যদি...

প্রকাশিত: ০৫:৪০, ২৫ অক্টোবর ২০১৭

ট্রাম্প প্রেসিডেন্ট হতে পারতেন না যদি...

সংবাদমাধ্যম আর বিরোধী পক্ষকে প্রায়ই ব্যক্তিগতভাবে আক্রমণ করতে মাইক্রোব্লগিং সাইট টুইটারকে ব্যবহার করা নিয়ে সমালোচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার নিজের নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিয়ে আত্মপক্ষ সমর্থন করেছেন তিনি। এমনকি এটি ছাড়া তিনি নির্বাচনে জয়ীও হতে পারতেন না বলে সন্দেহ তার। মার্কিন চ্যানেল ফক্স বিজনেস নেটওয়ার্কে প্রচারিত এক সাক্ষাতকারে ট্রাম্প বলেন, গণমাধ্যমের প্রচারণায় তিনি অন্যায্য যা শনাক্ত করতে পারেন, সামাজিক মাধ্যমে ফলোয়ারদের কাছে যোগাযোগ সরাসরি কথা বলে তিনি সেগুলো এড়িয়ে যেতে পারেন। ট্রাম্প বলেন, আপনাদের কাছে একদম সৎভাবে বললে, আমার সন্দেহ আছে সামাজিক যোগাযোগ মাধ্যম না থাকলে আমি এখানে থাকতাম কিনা। ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রাম-এ নিজের এ্যাকাউন্টগুলোকে ম ‘একটি চমৎকার প্লাটফর্ম’ বলে আখ্যা দেন ট্রাম্প। তবে কয়েকজন নেতা ট্রাম্পকে টুইটারের ব্যবহার এড়াতে বা কমাতে অনুরোধ করেছেন। সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট নিজেও স্বীকার করেছেন যে, তার কিছু বন্ধু তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার না করতে পরামর্শ দিয়েছেন। বর্তমানে ট্রাম্পের টুইটার এ্যাকাউন্টে অনুসারীর সংখ্যা ৪.০৯ কোটি।-আইএএনএস
×