ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কয়েকটি মেডিক্যাল কোর্স বিএসএমএমইউর আওতায় আসছে

প্রকাশিত: ০৪:০৫, ২৩ অক্টোবর ২০১৭

কয়েকটি মেডিক্যাল কোর্স বিএসএমএমইউর আওতায় আসছে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে আসছে এমবিবিএস, বিডিএস, বিএসসি নার্সিং, বিএসসি মেডিক্যাল টেকনোলজি কোর্সসমূহ। রবিবার বেলা ১১টায় ডাঃ মিল্টন হলে বিএসএমএমইউর সর্বোচ্চ প্রশাসনিক বডি সিন্ডিকেটের ৬৭তম সভার মুলতবি সভায় এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, সিদ্ধান্ত গ্রহণ এবং সিন্ডিকেটের সকল সদস্যের সর্বসম্মতিতে উপরোক্ত বিষয়টি অনুমোদিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত গ্রহণ ও অনুমোদন দেয়া হয়। -বিজ্ঞপ্তি জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করে লাইব্রেরি ॥ মান্নান ডিজিটাল লাইব্রেরির ওপর দু’দিনব্যাপী বেসিক ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠান রবিবার ইউজিসি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এ ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করে। প্রধান অতিথি ছিলেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। সভাপতিত্ব করেন উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প পরিচালক ড. গৌরাঙ্গ চন্দ্র মোহন্ত। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মান্নান বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের মধ্যে যারা ডিজিটাল রিসোর্স ব্যবহারে পিছিয়ে আছেন তাদের মধ্যে ই-রিসোর্স ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বর্তমানে দেশে ই-রিসোর্সের চাহিদা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। লাইব্রেরি শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করে। - বিজ্ঞপ্তি
×