ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সিঙ্গাপুরে এরশাদের সফল অস্ত্রোপচার

প্রকাশিত: ০৪:৫৩, ২১ অক্টোবর ২০১৭

সিঙ্গাপুরে এরশাদের সফল অস্ত্রোপচার

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের হার্টে সফলভাবে বাল্ব প্রতিস্থাপন করা হয়েছে। শুক্রবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে সফলভাবে এ অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সফরসঙ্গী পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। এ সময় এরশাদের সঙ্গে জাতীয় পার্টির মহাসচিব ছাড়াও ছিলেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি ও সৈয়দ আবু হোসেন বাবলা এমপিসহ কেন্দ্রীয় অনেক নেতা। এদিকে এরশাদের জন্য দোয়া কামনায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির উদ্যোগে সারাদিন কোরানখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সকালে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলার উদ্যোগে গরিবদের মাঝে মাংস বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেনÑ পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল, কেন্দ্রীয় নেতা ইসহাক ভূঁইয়া, ফখরুল আহসান শাহজাদা, সুজন দে। সন্ধ্যায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে স্বেচ্ছাসেবক পার্টি। এতে সংগঠনের সভাপতি লিয়াকত হোসেন খোকা, সাধারণ সম্পাদক বেলাল হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও জুমার নামাজের আগে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে প্রায় প্রতিটি মসজিদে দোয়া ও শ্যামপুর-কদমতলী থানার হিন্দু সম্প্রদায় প্রার্থনা সভার আয়োজন করে। দোলাইরপার মন্দিরে আয়োজিত প্রার্থনা সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সুজন দে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের কদমতলী থানার সভাপতি ইন্দ্রজিত দাশ, শ্যামপুর থানার সভাপতি সুনীল দাশ, পূজা উদযাপন পরিষদের কদমতলী থানার সাধারণ সম্পাদক ডিকে সমির, যুগ্ম-সাধারণ সম্পাদক ইন্দ্রজিত দেসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
×