ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুস্তাফিজের পরিবর্তে শফিউল

প্রকাশিত: ০৫:৩২, ২০ অক্টোবর ২০১৭

মুস্তাফিজের পরিবর্তে শফিউল

স্পোর্টস রিপোর্টার ॥ মুস্তাফিজুর রহমানের পরিবর্তে যে পেসার শফিউল ইসলাম দক্ষিণ আফ্রিকায় যাবেন তা আগেই জানা ছিল। বৃহস্পতিবার শফিউল দক্ষিণ আফ্রিকার উদ্দেশে চলেও গেলেন। রাতে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার বিমানে চড়েছেন শফিউল। আজই দলের সঙ্গে যোগ দেবেন। এরপর রবিবার অনুষ্ঠেয় তৃতীয় ও শেষ ওয়ানডেতে শফিউলকে একাদশে দেখাও যেতে পারে। টি২০ সিরিজেও শফিউল থাকতে পারেন। ইনজুরির কারণে মুস্তাফিজ খেলতে পারেননি প্রথম ওয়ানডে। ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেছেন। এরপরও মুস্তাফিজকে দলের সঙ্গেই রাখা হয়েছিল। যদি কোনভাবে টি২০ খেলানো যায়। কিন্তু তাও সম্ভব নয়। আর তাই মুস্তাফিজ ওয়ানডে সিরিজের পর ২৩ অক্টোবর দেশে ফিরে আসবেন। শফিউল গেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে জায়গা না হওয়ায় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে দেশে ফিরেছিলেন শফিউল। মুস্তাফিজের ইনজুরির কারণে শফিউলকে ফের দক্ষিণ আফ্রিকায় যেতে হচ্ছে। পচেফস্ট্রুমে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্ট খেললেও কাঁধের চোটের কারণে দ্বিতীয় টেস্টে মাঠে নামা হয়নি শফিউলের। পরে ওয়ানডে দলে জায়গা না পাওয়ায় দেশে ফিরে আসেন তিনি। তবে এবার আবারও দক্ষিণ আফ্রিকার বিমান ধরেছেন ডানহাতি এই পেসার। প্রথম ওয়ানডের আগে অনুশীলনের সময় ফুটবল খেলতে গিয়ে এ্যাংকেল মচকে যায় মুস্তাফিজের। আর তার দক্ষিণ আফ্রিকায় কোন ম্যাচ খেলা হবে না। তাই শফিউলকে পাঠানো হয়েছে।
×