ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্কুল হ্যান্ডবল শুরু আজ

প্রকাশিত: ০৫:৩১, ২০ অক্টোবর ২০১৭

স্কুল হ্যান্ডবল শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ এটম গাম অনুর্ধ-১২ স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টের (বালক ও বালিকা) উদ্বোধন আজ। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং এটম গামের পৃষ্ঠপোষকতায় এবং এম এ্যান্ড এস চকলেটের সহযোগিতায় বিকাল ৪টায় এর উদ্বোধনী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিদ্যুত বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণায়ের সচিব ড. আহমদ কায়কাউস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান রওশন আরা জামান এবং টুর্নামেন্ট কমিটির সম্পাদক আয়শা জামান খুকি (বালক বিভাগ) ও রাশিদা আফজালুন নেসাসহ (বালিকা বিভাগ) ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি নুরুল ফজল বুলবুল। দ্বিতীয় বিভাগ দাবা লীগ স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে দ্বিতীয় বিভাগ দাবা লীগ-২০১৭’র খেলা আগামী রবিবার থেকে শুরু হবে। দাবাকক্ষে বেলা ৩টা থেকে শুরু হবে খেলা। তার আগে শনিবার সকালে জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলায় দাবা লীগ উপলক্ষে এক প্রেস-ব্রিফিংয়ের আয়োজন করেছে। ৭ রাউন্ড সুইস-লীগ পদ্ধতিতে অনুষ্ঠেয় এ দাবা লীগে বৃহস্পতিবার পর্যন্ত ২৬টি দল অংশগ্রহণের জন্য নাম জমা দিয়েছে। অংশগ্রহণকারী দলসমূহকে আগামীকাল শনিবার রাত ৮টার মধ্যে দাবা ফেডারেশন অফিসে স্ব-স্ব দলের খেলোয়াড় তালিকা জমা দিতে বলা হচ্ছে। চূড়ান্ত ফলাফলের শীর্ষস্থান প্রাপ্ত দু’টি দল আগামী ২০১৮ সনের প্রথম বিভাগ দাবা লীগে অংশগ্রহণের সুযোগ পাবে।
×