ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হৃদয়ের হদিস মেলেনি ৪৮ ঘণ্টার অভিযানেও

প্রকাশিত: ০৮:৪০, ১৮ অক্টোবর ২০১৭

হৃদয়ের হদিস মেলেনি ৪৮ ঘণ্টার অভিযানেও

স্টাফ রিপোর্টার ॥ টানা ৪৮ ঘণ্টার অভিযানের পরও হদিস মেলেনি রাজধানীর মুগদার খালে পড়ে যাওয়া তিন বছরের শিশু হৃদয়ের। মঙ্গলবারও খালের দুই পাড়ে ভিড় করেছিলেন শত শত মানুষ। এমন পরিস্থিতিতে হৃদয়ের পিতা-মাতা, বোন, আত্মীয়স্বজন আর প্রতিবেশীদের গগণবিদারী আর্তনাদ ক্রমেই বেড়ে চলেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে। তাদের সহায়তা করছেন পুলিশ, র‌্যাব, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের লোকজনসহ স্থানীয়রা। রবিবার বিকেল পৌনে পাঁচটার দিকে মুগদার মদিনাবাগ লাগোয়া খালের ওপর থাকা বাঁশের সাঁকো দিয়ে পার হওয়ার সময় পা পিছলে পড়ে যায় হৃদয়। হৃদয়ের চিৎকারে সেখানে লোকজন জড়ো হলেও কারও নামার অবস্থা ছিল না। কারণ খালের ময়লার নিচেই পানির তীব্র স্রোত। আস্তে আস্তে হৃদয় ময়লার নিচে তলিয়ে যায়। মুগদা থানার ওসি এনামুল হক জনকণ্ঠকে জানান, ভাটিতে তল্লাশি চলছে। তাতেও সন্ধান মেলেনি হৃদয়ের। ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের তরফ থেকে জানানো হয়, ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের একটি ডুবুরি দল শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছে। মঙ্গলবার সন্ধ্যা ছয়টা নাগাদ শিশুটির সন্ধান মেলেনি। অভিযান অব্যাহত থাকবে।
×