ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে ॥ নাহিদ

প্রকাশিত: ০৫:৫৯, ১৪ অক্টোবর ২০১৭

কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে ॥ নাহিদ

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কারিগরি শিক্ষার উন্নয়নে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে। এর ওপরই আমাদের অগ্রগতি নির্ভর করে। দক্ষতা অর্জন করতে পারলে সারা পৃথিবীতেই আমাদের তরুণরা কাজ করার সুযোগ পাবে। শুক্রবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিঙের শিক্ষার্থীদের বৃত্তি ব্যবস্থাপনা বিষয়ে ‘স্টাইপেন্ড কমপ্লায়েন্স এ্যান্ড ম্যানেজমেন্ট’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন। স্কিলস এ্যান্ড ট্রেনিং এনহেন্সমেন্ট প্রজেক্ট (স্টেপ) এ কর্মশালার আয়োজন করে। কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মোঃ আলমগীর, অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামস-উল ইসলাম, বিশ্বব্যাংকের সিনিয়র অপারেশন্স্ অফিসার ড. মোঃ মোখলেছুর রহমান এবং স্টেপের প্রকল্প পরিচালক এ বি এম আজাদ বক্তৃতা করেন। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা হওয়া উচিত দক্ষতানির্ভর। কারণ, দক্ষতা অর্জন করতে না পারলে শিক্ষা নিয়ে অনেককেই বেকারত্বের যন্ত্রণা ভোগ করতে হয়। দক্ষতাবিহীন শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য বোঝাস্বরূপ। বর্তমান সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে। এর মধ্যে কারিগরি শিক্ষাকে সর্বাধিক অগ্রাধিকার দিচ্ছে। বর্তমানে শতকরা ১৪ ভাগের বেশি শিক্ষার্থী কারিগরি শিক্ষায় পড়ালেখা করছে। শিক্ষামন্ত্রী বলেন, ১৬২ সরকারী-বেসরকারী পলিটেকনিক ইনস্টিটিউটের সাত লাখ ৯৮ হাজার ১৩০ শিক্ষার্থীকে মাসিক ৮০০ টাকা হারে বৃত্তি প্রদান করা হয়। জানুয়ারি থেকে জুন ২০১৭ পর্যন্ত সময়ে ৩৭৭ কোটি ৪১ লাখ টাকা বৃত্তি প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় উৎসাহিত করতে বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ৪টি বিভাগীয় শহরে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে। আরও ৪টি বিভাগে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন প্রক্রিয়াধীন। তিনি বলেন. কারিগরি শিক্ষার বিস্তারে সবাইকে এগিয়ে আসতে হবে। কারিগরি শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা বিতরণে অগ্রণী ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ টাকা নির্ধারিত সময়ে ও নিরাপদে পৌঁছে দেয়ার জন্য আরও উন্নতমানের পদ্ধতি ব্যবহারের আহ্বান জানান তিনি। কর্মশালায় অগ্রণী ব্যাংকের বিভিন্ন শাখার ৫ শতাধিক শাখা মানেজার ও কর্মকর্তা এবং বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষগণ উপস্থিত ছিলেন। শিক্ষাব্যবস্থা জাতীয়করণ দাবিতে আন্দোলন ॥ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ বেসরকারী শিক্ষকদের সকল সুযোগ-সুবিধা প্রদানের দাবিতে শীঘ্রই যৌথ আন্দোলনের ঘোষণা দিতে যাচ্ছে বেসরকারী শিক্ষকদের সাতটি সংগঠন। শুক্রবার বাংলাদেশ শিক্ষক সমিতির (আবু বকর ও আবুল কাশেম) সেগুনবাগিচার কার্যালয়ে সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি রঞ্জিত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় সাত শিক্ষক সংগঠনের বাংলাদেশ শিক্ষক সমিতি (আবু বকর-আবুল কাশেম), বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (আসাদুল হক-ফয়েজ হোসেন), বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস), বাংলাদেশ শিক্ষক সমিতি (আউয়াল-বিলকিস), বাংলাদেশ জমিয়তুল মোদারেছিন (বাহাউদ্দিন-মোমতাজী), বাংলাদেশ শিক্ষক সমিতি (আজিজুল ইসলাম-মহসীন), বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতির (সাত্তার-মোঃ আলী) নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
×