ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

তিনজনের জেল জরিমানা

প্রকাশিত: ০৬:৫৭, ৩০ সেপ্টেম্বর ২০১৭

তিনজনের জেল জরিমানা

সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ২৯ সেপ্টেম্বর ॥ ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরের গুনবহা তালতলা বাজার থেকে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে তিন মাদকসেবীকে আটক করে পুলিশ। শুক্রবার দুইটার দিকে তাদের ইউএনও’র কার্যালয় হাজির করলে ইউএনও রওশন আর পলি ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদক সেবন করার অপরাধে আটককৃত বাবলু শেখকে ১মাস, সাহিদুল ইসলামকে ১৫দিন বিনাশ্রম জেল দেন ও হাফিজুর রহমানকে ১৫শ’ টাকা জরিমানা করেন। বাবলু শেখ ও সাহিদুল ইসলামের বাড়ি গুনবহা ইউনিয়নের চাপালডাঙ্গা গ্রামে এবং হাফিজুরের বাড়ি ভবানী পুর গ্রামে। গ্রামগঞ্জে এখন আর ঢেঁকির শব্দ শোনা যায় না সঞ্জয় রায় চৌধুরী, মাগুরা ॥ মাগুরায় বিলুপ্ত প্রায় ঢেঁকির এখনো প্রচলন রয়েছে। টিকে রয়েছে প্রাচীন একটি ঐতিহ্য। জেলার গ্রামাঞ্চলে এখনো ঢেকির শব্দ শোনা যায়। উৎসব মৌসুমে এর কদর বাড়ে। মহিলাদের পাশাপাশি পুরুষেরাও ঢেঁকিতে কাজ করেন। জেলার ৪টি উপজেলা মাগুরা সদর, শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলার গ্রামাঞ্চলে এখনো ঢেঁকির প্রচলন রয়েছে। গ্রামের মহিলার চাল ছাটা, হলুদ, চালের গুঁড়া প্রভৃতি তৈরিতে ঢেঁকির ব্যবহার করেন। ঢেঁকি ছাঁটা চালের স্বাদ ভাল স্বাদ ও পুষ্টিগুণ বেশি বলে এর আলাদা চাহিদা রয়েছে। জেলার বিভিন্ন গ্রামে এখনও ঢেঁকিতে পাড় দেয়ার শব্দ শোনা যায়। অনেক মহিলা আছেন যারা ঢেঁকিতে পিঠা তৈরির উপকরণ চালের গুঁড়া তৈরি করে জীবিকা নির্বাহ করণে। শীত মৌসুমে ও উৎসবের সময় ঢেঁকির আলাদা কদর দেখা যায়। কাঠের গুঁড়ির সাহায্যে দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয় ঢেকি। আর এই ঢেকির সাহায্যে গ্রামঞ্চলের মানুষ তাদের প্রয়োজনীয় কাজ সারেন। প্রাচীন ঢেঁকি এখানো জেলায় মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। মহিলাদের পাশাপাশি পুরুষেরাও ঢেঁকিতে কাজ করেন।
×