ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চান্দিমালের সেঞ্চুরিতে শ্রীলঙ্কার চ্যালেঞ্জিং স্কোর

প্রকাশিত: ০৫:৪৯, ৩০ সেপ্টেম্বর ২০১৭

চান্দিমালের সেঞ্চুরিতে শ্রীলঙ্কার চ্যালেঞ্জিং স্কোর

স্পোর্টস রিপোর্টার ॥ দীনেশ চান্দিমালের দায়িত্বশীল সেঞ্চুরির ওপর ভর করে অলআউট হওয়ার আগে আবুধাবী টেস্টের প্রথম ইনিংসে ৪১৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে শ্রীলঙ্কা। ১৫৫ রানে অপরাজিত থাকেন লঙ্কান অধিনায়ক। হাফ সেঞ্চুরি পেয়েছেন ওপেনার দিমুথ করুনারতেœ (৯৩) ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান নিরোশান দিকওয়েলা (৮৩)। মোহাম্মদ আব্বাস ও ইয়াসির শাহ ৩টি করে এবং হাসান আলি নিয়েছেন ২ উইকেট। জবাবে দ্বিতীয়দিন শেষে কোন উইকেট না হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৬৪ রান। শান মাসুদ ৩০ ও সামি আসলাম ৩১ রান নিয়ে ব্যাট করছেন। উল্লেখ্য, মরুর দেশ আরব আমিরাতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলছে উপমহাদেশীয় ক্রিকেটের দুই চেনা প্রতিপক্ষ। মিসবাহ উল হক ও ইউনুস খানের অবরের পর এটাই পাকিস্তানের প্রথম টেস্ট সিরিজ। তিন ভার্সনেই অধিনায়কের দায়িত্বে সরফরাজ আহমেদ। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান টিম-বাসে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে আমিরাতকে ‘হোম ভেন্যু’ করে নেয়া পাকিদের এই সিরিজে না থেকেও তাই আলোচনায় দুই গ্রেট মিসবাহ আর ইউনুস। ৪ উইকেটে ২২৭ রান নিয়ে শুক্রবার দ্বিতীয়দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। এদিন ৬৪.৫ ওভারে আরও ১৯২ রান যোগ করে অতিথিরা। যেখানে বড় অবদান চান্দিমালেরই। ৬০ রান নিয়ে নামা অধিনায়ক খেলেছেন দুর্দান্ত এক ইনিংস। অপরপ্রান্তে দিকওয়েলা ছাড়া কেউ বড় ইনিংস খেলতে পারেননি। সতীর্থদের নিয়মিত আসা-যাওয়ার মাঝে লড়ে গেছেন চান্দিমাল। ৩৭২ বলে দৃষ্টিনন্দন ১৫৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন লঙ্কান অধিনায়ক। দিলরুয়ান পেরেরা করেন ৩৩ রান। মোহাম্মদ আব্বাসের সাঁড়াশি বোলিংয়ের মুখে ৪১৯ রানেই শেষ দুই এবং ১৩ রানের মধ্যে শেষ চার উইকেট হারায় শ্রীলঙ্কা। ৪১তম টেস্টে চান্দিমালের এটি দশম সেঞ্চুরি। ঘরের মটিতে জিম্বাবুইয়ের কাছে বাজে পারফর্মেন্সের দায় মাথায় নিয়ে নেতৃত্ব ছেড়েছেন এ্যাঞ্জেলো ম্যাথুস। এমনকি ইনজুরির কারণে এই সিরিজের দলে পর্যন্ত নেই অভিজ্ঞ এই ক্রিকেটার। ছয় মাসের জন্য টেস্ট থেকে বিশ্রাম নিয়েছেন অভিজ্ঞ উপুল থারাঙ্গা। কঠিন এই অবস্থায় দায়িত্বটা যথাযথভাবেই কাঁধে তুলে নিলেন চান্দিমাল। চার শ’র ওপরে চ্যালেঞ্জিং স্কোর গড়তে সঙ্গী হিসেবে পেলেন করুনারতেœ ও প্রতিভাবান দিকওয়েলাকে। ফেবারিট পাকিস্তানের বিপক্ষে লঙ্কান বোলারদের পারফর্মেন্সই ম্যাচের গতিপথ ঠিক করে দেবে। স্কোর ॥ শ্রীলঙ্কা প্রথম ইনিংস ৪১৯/১০ (১৫৪.৫ ওভার; করুনারতেœ ৯৩, কুশল সিলভা ১২, থিরিমান্নে ০, কুশল মেন্ডিস ১০, চান্দিমাল ১৫৫*, দিকওয়েলা ৮৫, দিলরুয়ান ৩৩, হেরাথ ৪, লাকমল ৭, সান্দাকান ৮, নুয়ান প্রদীপ ০; আব্বাস ৩/৭৫, ইয়াসির ৩/১২০, হাসান আলী ২/৮৮, হারিস সোহেল ১/৫১)। পাকিস্তান প্রথম ইনিংস ৬৪/০ (২৩ ওভার; শান মাসুদ ৩০, সামি আসলাম ৩১)। ** দ্বিতীয়দিন শেষে
×