ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নড়াইলের নদী ভাঙন কবলিত এলাকায় চাল বিতরণ

প্রকাশিত: ২২:০৯, ২৮ সেপ্টেম্বর ২০১৭

নড়াইলের নদী ভাঙন কবলিত এলাকায় চাল বিতরণ

নিজস্ব সংবাদদাতা, নড়াইল ॥ নড়াইলের লোহাগড়া ইউনিয়নের মধুমতি নদী ভাঙন কবলিত ৩২৫ জনের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। দুপুরে লোহাগড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বরে চাল বিতরণ করেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা পারভীন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, মেম্বার চাঁন মিয়া, মান্তু শিকদারসহ বিভিন্ন পেশার মানুষ। লোহাগড়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, মধুমতি নদী ভাঙন কবলিত কামঠানা, চরবকজুড়ি, তেতুলিয়া ও ছাগলছিড়া এলাকার ৩২৫ জনের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। চাল বরাদ্দের পাশাপাশি নদী ভাঙনরোধে কার্যকরী পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি। এ বছর নদী ভাঙনে বিলীন হয়ে গেছে লোহাগড়ার তেতুলিয়া গ্রাম। এছাড়া কামঠানা, চরবকজুড়ি ও ছাগলছিড়া গ্রামের বাড়িঘর মধুমতি নদীগর্ভে বিলীন হয়ে
×