ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অতীশ দীপঙ্কর ভার্সিটিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদ্্যাপন

প্রকাশিত: ০৬:০০, ২৮ সেপ্টেম্বর ২০১৭

অতীশ দীপঙ্কর ভার্সিটিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদ্্যাপন

সোমবার অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের উদ্যোগে ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০১৭’ জাঁকজমকভাবে বনানী সিটি ক্যাম্পাসে উদযাপিত হয়। উপাচার্য অধ্যাপক ড. সেকুল ইসলাম কেক কেটে দিবসের কার্যক্রমের উদ্বোধন করেন। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘ফ্রম রিসার্চ টু হেলথ কেয়ার: ইয়োর ফার্মাসিস্ট ইজ এট ইয়োর সার্ভিস’। দিবসটির তাৎপর্য এবং ফার্মাসিস্ট পেশাজীবীদের সামাজিক অবদান ও ভূমিকা তুলে ধরে অনুষ্ঠানে বক্তারা বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে র্যালি বনানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে রেজিস্ট্রার আব্দুল কাইউম সরদার, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জাকির হোসেন এবং বিভাগীয় প্রধান ড. মীর মোঃ আব্দুল্লাহ আল-মামুনসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি। সাভারে কারখানায় অগ্নিকা- ॥ দগ্ধ তিন নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৭ সেপ্টেম্বর ॥ বুধবার সকালে সাভারে একটি কারখানায় অগ্নিকা-ে মালিকসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। অগ্নিকা-ের ঘটনাটি ঘটেছে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকায় পলি কার্টনের লেবেল তৈরি ‘মেমার্স হাওলাদার এন্টারপ্রাইজ’ নামের একটি ফ্ল্যাটজোব্লক কারখানায়। জানা গেছে, এদিন সকালে হেমায়েতপুর এলাকায় ওই টিনশেড কারখানায় হঠাৎ করে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন নেভাতে গিয়ে কারখানার মালিক পক্ষের রুবেল হাওলাদার (৩৫), সজিব হাওলাদার (২০) ও শ্রমিক সবুজ হোসেন দগ্ধ হয়। আগুনে এ সময় কারখানাটির ফ্ল্যাটজোব্লক ৫টি মেশিন, ২টি কম্পিউটার, একটি প্রিন্টারসহ মালামাল পুড়ে যায়। প্রায় ২০ লাখ টাকার ক্ষতিসাধিত হয়েছে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। দগ্ধদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
×