ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ত্রাণসামগ্রী বিতরণ

প্রকাশিত: ০৪:৫৮, ২৩ সেপ্টেম্বর ২০১৭

ত্রাণসামগ্রী বিতরণ

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ২২ সেপ্টেম্বর ॥ কক্সবাজারের উখিয়া ও টেকনাফে মিয়ানমার থেকে আগত রোহিঙ্গা প্রায় ৫ হাজার শরণার্থীর মাঝে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এমপির ব্যক্তিগত উদ্যোগে রোহিঙ্গা শরণার্থী পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। সংসদ সদস্য ও শহীদ আহসান উল্লাহ মাস্টারের ছেলে জাহিদ আহসান রাসেল এমপি গাজীপুর থেকে দুই শতাধিক নেতাকর্মী নিয়ে ওই এলাকায় এ ত্রাণসামগ্রী বিতরণ করেন। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবণ, আলু, মরিচসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী। নোবিপ্রবিতে পুনর্মিলনী নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ২২ সেপ্টেম্বর ॥ নানা আয়োজনের মধ্যদিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এপ্লায়েড কেমিস্ট্রি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের ১২ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার প্রথম দিন শুক্রবার বেলুন উড়ানো, কেক কাটা, র‌্যালি, সেমিনার, ফ্ল্যাশমব, স্মৃতিচারণ, ক্যারিয়ার ডিশকাসন, অতিথিদের সম্মাননা স্মারকপ্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। নোবিপ্রবি এপ্লায়েড কেমিস্ট্রি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এর আয়োজন করে।
×