ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

শিল্পকলায় আজ বুনন থিয়েটারের ‘সিক্রেট অব হিস্ট্রি’

প্রকাশিত: ০৫:৪০, ১৮ সেপ্টেম্বর ২০১৭

শিল্পকলায় আজ বুনন থিয়েটারের ‘সিক্রেট অব হিস্ট্রি’

স্টাফ রিপোটার ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আজ সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে বুনন থিয়েটারের ৮ম প্রযোজনা ‘সিক্রেট অব হিস্ট্রি’। জেলের ভেতর জাতীয় চার নেতাকে নির্মম খুন ও তৎপরবর্তী ক্যান্টনমেন্ট ও রাষ্ট্রীয় ষড়যন্ত্র নিয়ে রচিত হয়েছে নতুন প্রযোজনা ‘সিক্রেট অব হিস্ট্রি’। নতুন প্রযোজনাটি লিখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনন জামান। নির্দেশনা দিয়েছেন শুদ্ধমান চৈতন। ‘সিক্রেট অব হিস্ট্রি’ নাটকটিতে অভিনয় করেছেন আনন জামান, তুষার কান্তি দে, আশরাফুল আলম, উচ্ছল হাসান, আবু ফাহিম, শাত-ইল রাস, আবিদ হাসান, অমিত চৌধুরী, তুষার সোহাগ, হাজেরা আক্তার কেয়া, আয়শা আক্তার, মারিয়া বিনতে লতিফ, নন্দ দুলাল, রুদ্র বাউল, লাল হোসেন, জিহাদুল ইসলাম। নাটকটির নির্দেশক শুদ্ধমান চৈতন জানান, অভিনয় মঞ্চ থেকে একটি লাল গালিচা দর্শক সারির মধ্যভাগ পর্যন্ত রেখে একটি কাঠগড়ার সেট স্থাপন করা হয়। যা দর্শক অভিনেতার দূরত্ব ঘুচিয়ে দর্শক শ্রোতাকে নাট্যস্থিত বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট করতে সহায়তা করবে। বুনন থিয়েটার প্রযোজিত এ নাটকটির বিদগ্ধ সংলাপে নাট্যকার দর্শকদের মুখোমুখি দাঁড় করিয়েছে ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞের অলিখিত উপাখ্যান। নাট্যকার আনন জামান জানান, ‘সিক্রেট অব হিস্ট্রি’ নাটকে শুরুতেই দেখা যায়, এক মহান রাষ্ট্রপতিকে হত্যা করে গদি দখল করা খুনি রাষ্ট্রপতি জেলের ভেতর হত্যাকৃত চার নেতার লাশ গোরস্থানে বয়ে এনেছে রাতের অন্ধকারে কবর দেয়ার জন্য। গোরস্থানের আদি ভৌতিক আবহে খুনী রাষ্ট্রপতির মুখোমুখি হয় জেলখানার দায়িত্বপ্রাপ্ত গার্ড, খুনি রিসালদার ও চার নেতার ছায়া শরীর। কাহিনির মাঝখানে যুক্ত হয় এক খুনী মেজর। নাটকের অভিনয় মঞ্চ থেকে একটি লালগালিচা দর্শক সারির মধ্যভাগ পর্যন্ত রেখে একটি কাঠগড়ার সেট স্থাপনের মাধ্যমে দর্শকদের সঙ্গে শিল্পীদের সংযোগ ঘটানোর চেষ্টা করা হয়েছে। চলতি বছরের ১৯ মে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে ‘সিক্রেট অব হিস্ট্রি’ নাটকটির প্রথম প্রদর্শনী হয়। তবে এর আগে সাভারে একটি উৎসবে নাটকটির আংশিক মঞ্চায়নসহ একাধিক কারিগরি প্রদর্শনী করেছে দলটি।
×